Thursday, August 28, 2025

বিজেপি ছাড়লেন অজয় প্রতাপ সিং, এবার কী ‘হাত’ ধরার পথে

Date:

Share post:

বিজেপিতে ভাঙন, লোকসভা নির্বাচনের আগে পদ্ম থেকে সরলেন মধ্যপ্রদেশ নির্বাচিত রাজ্যসভা সাংসদ অজয় প্রতাপ সিং (Ajay Pratap Sing)। সূত্রের খবর লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) টিকিট না পেয়েই এবার গেরুয়া শিবির ছাড়লেন অজয়। এদিন সকালেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) চিঠি লিখে বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে এবার কি কংগ্রেসে (Congress) যোগ দেবেন তিনি? শুক্রবার তেলেঙ্গানার মেহবুবনগরের প্রাক্তন বিজেপি সাংসদ জিতেন্দ্র রেড্ডিও ‘হাত’পতাকা ধরেছেন। চলতি মাসে বিজেপির দুই লোকসভা সাংসদ হরিয়ানার হিসারের ব্রিজেন্দ্র সিং এবং রাজস্থানের চুরুর রাহুল কাসওঁয়া কংগ্রেসে যোগ দিয়েছেন। অজয় সেই পথ অনুসরণ করবেন বলেই মনে করা হচ্ছে।

দেশ জুড়ে কয়েক দফায় লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে বিজেপি। এখনও সব আসনে প্রার্থী দিয়ে উঠতে পারে নি কেন্দ্রের শাসকদল। এর মাঝেই ভাঙন অব্যাহত। গত মাসে রাজ্যসভা নির্বাচনে অজয়কে পুনরায় মনোনয়ন দেয়নি বিজেপি। সাংসদ চেয়েছিলেন মধ্যপ্রদেশের সিধি লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে। কিন্তু ওই কেন্দ্রে নতুন মুখ রাজেশ মিশ্রকে প্রার্থী করা হয়েছে। এরপরই পদ ও দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অজয় বলে খবর। অন্যদিকে সিধি আসনে কংগ্রেস এ বার প্রার্থী করেছে দলের ওয়ার্কিং কমিটির সদস্য কমলেশ্বর পাটেলকে। তাহলে কি অন্য কোথাও থেকে কংগ্রেসের টিকিটে লড়বেন অজয়? বাড়ছে জল্পনা।

spot_img

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...