Sunday, November 9, 2025

গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বইয়ে হার্দিক, পুরোনো ছাত্রকে নিয়ে কী বললেন গুজরাত কোচ আশিস নেহরা?

Date:

Share post:

আসন্ন আইপিএল-এ সব থেকে বড় চমক ছিলো হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া। দু’বছর গুজরাতে থাকার পর নিজের পুরোনো ক্লাব মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক। মুম্বইকে দেবেন নেতৃত্বও। কিন্তু এই হার্দিককে নাকি ধরে রাখার চেস্টা করেনি গুজরাত। এদিন সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন কোচ আশিস নেহরা।

এই নিয়ে এদিন আশিস নেহরা বলেন, “ আমি হার্দিককে থাকার জন্য রাজি করাতে যাইনি। যত খেলবে, তত অভিজ্ঞতা বাড়বে। ও যদি মুম্বই ছাড়া অন্য কোনও দলে যেত, আমি আটকাতাম। কিন্তু গুজরাতের হয়ে হার্দিক খেলেছে দু’বছর। মুম্বইয়ের হয়ে ৫-৬ বছর খেলেছে ও। সেই দলেই ফিরেছে হার্দিক। ক্রিকেট যেভাবে এগিয়ে চলেছে তাতে আগামী দিনে ফুটবলের মতোই দলবদল হবে। হার্দিকের সামনে নতুন পরীক্ষা। আশা করি ও সাফল্য পাবে।”

হার্দিক পান্ডিয়া চলে যাওয়ায় গুজরাত দলকে এবার নেতৃত্ব দেবেন শুভমন গিল। নেহরা মনে করেন শুভমনের নেতৃত্বের দিকে গোটা দেশ তাকিয়ে থাকবে।এই নিয়ে তিনি বলেন, “ শুধু আমি নই, গোটা দেশ তাকিয়ে রয়েছে শুভমনের দিকে। ও সেই ধরনের ক্রিকেটার। শুভমন তিন ধরনের ক্রিকেটেই ভাল খেলতে চায়। আমরা চাই ও শুধু অধিনায়ক নয়, মানুষ হিসাবেও আরও বড় হয়ে উঠুক। ভাল মানুষ হয়ে উঠলে, দলকে ভাল নেতৃত্বও দেবে শুভমন। হার্দিকও প্রথমবার গুজরাতকে নেতৃত্ব দিয়েছিল। এর আগে অনেকেই প্রথমবার কোনও না কোনও দলকে নেতৃত্ব দিয়েছিল। নীতীশ রানা, শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটারকে আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। দেখা যাক শুভমন কী ভাবে সেটাকে সামলায়।”

২৪ মার্চ আইপিএল-এর অভিযান শুরু করবে গুজরাত। প্রথম ম্যাচে শুভমনদের মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন- অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার করা হল অচিন্ত্যকে, কিন্তু কেন?

spot_img

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...