Sunday, November 9, 2025

গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বইয়ে হার্দিক, পুরোনো ছাত্রকে নিয়ে কী বললেন গুজরাত কোচ আশিস নেহরা?

Date:

Share post:

আসন্ন আইপিএল-এ সব থেকে বড় চমক ছিলো হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া। দু’বছর গুজরাতে থাকার পর নিজের পুরোনো ক্লাব মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক। মুম্বইকে দেবেন নেতৃত্বও। কিন্তু এই হার্দিককে নাকি ধরে রাখার চেস্টা করেনি গুজরাত। এদিন সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন কোচ আশিস নেহরা।

এই নিয়ে এদিন আশিস নেহরা বলেন, “ আমি হার্দিককে থাকার জন্য রাজি করাতে যাইনি। যত খেলবে, তত অভিজ্ঞতা বাড়বে। ও যদি মুম্বই ছাড়া অন্য কোনও দলে যেত, আমি আটকাতাম। কিন্তু গুজরাতের হয়ে হার্দিক খেলেছে দু’বছর। মুম্বইয়ের হয়ে ৫-৬ বছর খেলেছে ও। সেই দলেই ফিরেছে হার্দিক। ক্রিকেট যেভাবে এগিয়ে চলেছে তাতে আগামী দিনে ফুটবলের মতোই দলবদল হবে। হার্দিকের সামনে নতুন পরীক্ষা। আশা করি ও সাফল্য পাবে।”

হার্দিক পান্ডিয়া চলে যাওয়ায় গুজরাত দলকে এবার নেতৃত্ব দেবেন শুভমন গিল। নেহরা মনে করেন শুভমনের নেতৃত্বের দিকে গোটা দেশ তাকিয়ে থাকবে।এই নিয়ে তিনি বলেন, “ শুধু আমি নই, গোটা দেশ তাকিয়ে রয়েছে শুভমনের দিকে। ও সেই ধরনের ক্রিকেটার। শুভমন তিন ধরনের ক্রিকেটেই ভাল খেলতে চায়। আমরা চাই ও শুধু অধিনায়ক নয়, মানুষ হিসাবেও আরও বড় হয়ে উঠুক। ভাল মানুষ হয়ে উঠলে, দলকে ভাল নেতৃত্বও দেবে শুভমন। হার্দিকও প্রথমবার গুজরাতকে নেতৃত্ব দিয়েছিল। এর আগে অনেকেই প্রথমবার কোনও না কোনও দলকে নেতৃত্ব দিয়েছিল। নীতীশ রানা, শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটারকে আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। দেখা যাক শুভমন কী ভাবে সেটাকে সামলায়।”

২৪ মার্চ আইপিএল-এর অভিযান শুরু করবে গুজরাত। প্রথম ম্যাচে শুভমনদের মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন- অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার করা হল অচিন্ত্যকে, কিন্তু কেন?

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...