Monday, November 10, 2025

জয়েন্ট পরীক্ষার মাঝেই পড়ল ভোট, উদ্বেগ পরীক্ষার্থী- অভিভাবকদের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) কারণে সমস্যায় পড়তে চলেছেন পড়ুয়ারা। এমনিতেই ভোট ঘোষণার আগেই যেভাবে রাজ্যে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী (CRPF) পাঠিয়েছে দিল্লির সরকার তাতে ইতিমধ্যেই সংকটে পঠন পাঠন। এবার ভোটের দিনক্ষণ ঘোষণার পর দেখা গেল পরীক্ষার মাঝেই চলবে নির্বাচন। মাথায় হাত শিক্ষাবিদ- পড়ুয়া- অভিভাবকদের। ১৯ এপ্রিল থেকে ভোট শুরু আর ২৮ এপ্রিল রাজ্য জয়েন্ট পরীক্ষা (JEE)। আগেরবারের থেকে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। একদিকে স্কুল কলেজে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে। যার জেরে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বড় বড় স্কুলের ক্লাস বাতিল করতে হয়েছে, অন্যদিকে বিভিন্ন বিদ্যালয়ে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে, যে কারণে ভোটের আগে পরে বিশেষ নিরাপত্তার কড়াকড়ি থাকছে। এই অবস্থায় পরীক্ষা এবং ভোট যে একে অন্যের মুখোমুখি হয়ে সমস্যা বাড়াবে তা বেশ আঁচ করা যাচ্ছে।

বাংলায় তৃণমূল কংগ্রেসের (TMC)তরফে বারবার এক দফা ভোট করার কথা বলা হয়েছিল। কিন্তু কেন্দ্রের কথা মেনে নির্বাচন কমিশন (National Election Commission) পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। সাত দফা নির্বাচন চলবে প্রায় দেড় মাস ধরে। ইতিমধ্যেই ঘাসফুলের তরফে এই সিদ্ধান্তকে কটাক্ষ করা হয়েছে। রাজ্যের ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রথম দফায় ১৫০ কোম্পানি আধা সামরিক বাহিনী আসায় স্কুল কলেজের পড়াশোনা বন্ধ করতে হয়েছে। বাকি জওয়ানরা এলে খুব স্বাভাবিকভাবেই তাঁদের থাকার জায়গা হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভবন। এই পরিস্থিতিতে ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জনের জয়েন্ট পরীক্ষা নেওয়া সহজ কথা নয়। সূত্রের খবর সোমবার নবান্ন ও বিকাশ ভবনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। স্কুলের প্রধান শিক্ষক থেকে কলেজ অধ্যক্ষ প্রত্যেককেই বলছেন শুধু ১৯ এপ্রিল ভোটের প্রথম দিন থেকে ৪ জুন ভোট ঘোষণা পর্যন্ত ধরলে হবে না, শনিবার অর্থাৎ নির্বাচনের দিন ঘোষণা থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সময়টাকেও ধরতে হবে। তাহলে সব মিলিয়ে এই ভোট প্রক্রিয়া, তার যাবতীয় কাজকর্ম চলবে প্রায় ৮০ দিন ধরে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য স্কুল কলেজের রিকুইজিশন আসতে শুরু করেছে। মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী বিভিন্ন স্কুলে পঞ্চম থেকে দশমের প্রথম সমিতির পরীক্ষা হবে ১ থেকে ৯ এপ্রিল। প্রায় ৭৫ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন। কিন্তু কেন্দ্রীয় বাহিনী স্কুলে এসে গেলে কী ভাবে পরীক্ষা হবে তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। সবমিলিয়ে গোটা নির্বাচন প্রক্রিয়া যে বাংলার পড়ুয়াদের পঠন-পাঠনকে ভয়ংকর সংকটের মধ্যে ফেলে দিল তা বলাই বাহুল্য।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...