Friday, August 22, 2025

‘খালিস্তানি’ মন্তব্যে শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ! রাজ্যপাল-নির্বাচন কমিশনকে চিঠি শিখ সম্প্রদায়ের

Date:

Share post:

‘খালিস্তানি’-মন্তব্য বিতর্কের জেরে ইতিমধ্যে তোলপাড় রাজ্য রাজনীতি। গত ফেব্রুয়ারি মাসে সন্দেশখালিকে (Sandeskhali) অশান্ত করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপরই একেবারে আক্রমণাত্মক মেজাজে কর্তব্যরত রাজ্য পুলিশের ইনটেলিজেন্স ব্রাঞ্চের স্পেশ্যাল সুপার তথা আইপিএস আধিকারিক যশপ্রীত সিংকে (Jaspreet Singh) খালিস্তানি বলে আক্রমণ করেন। এরপরই আইপিএসকে কুরুচিকর মন্তব্যের অপরাধে শুভেন্দু-সহ বিজেপি নেতৃত্বকে ক্ষমা চাওয়ার দাবিতে শহরের রাস্তায় নামেন শিখ সম্প্রদায়ের মানুষরা (Sikh Community)। ঘটনার পর থেকেই বিজেপির রাজ্য দফতর মুরলী ধর সেন লেনের সামনে ধর্নায় বসেন তাঁরা। তবুও শুভেন্দু তো দূর গেরুয়া শিবিরের কোনও নেতা কর্মীরাই ক্ষমা চাননি বলে অভিযোগ। রবিবার সেই ইস্যুতেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose) এবং জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission of India) চিঠি দিলেন শিখ সম্প্রদায়ের মানুষজন। তবে এদিন শিখ সম্প্রদায়ের রাজ্যপালকে চিঠি দেওয়া প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “রাজ্যপাল কী করবেন তা নিয়ে সন্দেহ আছে। উদ্যোগ নিলে স্বাগত জানাব”।

তবে আগেই বিক্ষোভকারীদের তরফে একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালকে স্বারকলিপি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছিল। কিন্তু এখনও রাজ্যপাল শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেননি। আর সেকারণেই এবার বিক্ষোভকারীরা রাজ্যপালকে চিঠি দিয়ে দ্রুত তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে সময় চাইলেন। পাশাপাশি এদিন  বিক্ষোভকারীদের তরফে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে শুভেন্দুর ‘খালিস্তানি’ মন্তব্যের জন্য কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, আইপিএস আধিকারিক যশপ্রীত সিংকে কর্তব্যরত অবস্থায় ‘খালিস্তানি’ বলে আক্রমণ করে শুভেন্দু অধিকারী এবং বিজেপির প্রতিনিধিদল শিখ ধর্মাবলম্বীদের পাগড়ির পবিত্রতাকে অপমান করেছেন।

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...