Tuesday, January 20, 2026

বুধে বসিরহাটে অভিষেকের জনগর্জন সভা, তুমুল উদ্দীপনা কর্মী-সমর্থকদের মধ্যে

Date:

Share post:

দোল পূর্ণিমার আগেই বাংলার বঞ্চনার বিরুদ্ধে জনগর্জন দিকে দিকে ছড়িয়ে দিতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, দুপুর ২টোয় উত্তর ২৪পরগনার বসিরহাটে দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলামের (Nurul Islam) সমর্থনে জনগর্জন সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এখনও পর্যন্ত জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরে জনগর্জন সভা করেছেন অভিষেক। এই তিন জায়গার মঞ্চ থেকেই বাংলাকে কত টাকা আবাস ও ১০০দিনের কাজে কত টাকা দিয়েছে মোদি সরকার- তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অপেক্ষায় প্রহর গুনছে বসিরহাট (Basirhat)। বসিরহাট বিএসএসএ-এর মাঠে জনগর্জন সভা। আকাশ পথে সভাস্থলে আসবেন অভিষেক (Abhishek Banerjee)। সভাস্থলের পাশেই হাইস্কুল মাঠে হেলিপ্যাড তৈরি হয়েছে। তার সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কর্মীদের মধ্যেও উদ্দীপনা তুঙ্গে। লোকসভার ভোট যুদ্ধের আগে বসিরহাটে এসে দলের কর্মীদের রণকৌশল নিয়ে কী নির্দেশ দেন সেই দিকেই তাকিয়ে গোটা উত্তর ২৪ পরগনা।

সম্প্রতি সন্দেশখালিকাণ্ডকে ইস্যু করে রাজ্য রাজনীতিতে জলঘোলার খেলায় নেমেছে বিরোধীরা। যদিও রাজ্য প্রশাসনের তৎপরতায় দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরেছে সন্দেশখালি। তবে, এখনও এলাকায় গিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। এই পরিস্থিতি বসিরহাটে পা রাখছেন অভিষেক। হাজি নুরুলকে প্রার্থী করে বসিরহাট লোকসভায় লড়াইয়ে নামবে তৃণমূল। বসিরহাট লোকসভার মধ্যেই পড়ে সন্দেশখালি। বসিরহাটের সভায় সন্দেশখালি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনও বার্তা দেন কি না- সেটাও দেখার।




spot_img

Related articles

ইউনূসের শাসনে বাংলাদেশ জুড়ে বেড়েছে অপরাধ, তথ্য প্রকাশ্যে

শেখ হাসিনার (Seikh Hasina) পতনের পর বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছে মহম্মদ ইউনূসের সরকার। এরপর প্রায় এক বছর অতিক্রান্ত।...

গ্রিনল্যান্ড ‘দখল’ ট্রাম্পের: পাল্টা গাজা শান্তি বৈঠকে ফ্রান্সের ‘না’, এবার ২০০ শতাংশ শুল্ক!

ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপ ও আমেরিকার সমীকরণ। একদিকে গ্রিনল্যান্ড দখল করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প (Donald...

২৮ জানুয়ারি সিঙ্গুরের সভা মুখ্যমন্ত্রীর, মঞ্চ থেকেই আরও ১৬ লক্ষের বাংলার বাড়ি-র প্রথম কিস্তি!

সিঙ্গুরে (Singur) যে মাঠে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২৮ জানুয়ারি সেই মাঠেই সভা করবেন মুখ্যমন্ত্রী...

ফের ভাঙড়ে বোমাবাজি! ঝলসে গেল তৃণমূলকর্মীর হাত

ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়! দুষ্কৃতীদের ছোড়া বোমার ঘায়ে ঝলসে গেল এক তৃণমূল কর্মীর হাত। আহতের নাম...