Sunday, January 11, 2026

বিতর্কিত মন্তব্যের জেরে তথাগত রায়ের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ মতুয়াদের

Date:

Share post:

নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার দাবি তুলেছিলেন প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়। তাঁর এহেন মন্তব্য মতুয়া ধর্মাবলম্বীদের জন্য ‘অপমানজনক’, এই অভিযোগ তুলে মঙ্গলবার বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল মতুয়ারা।মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ লেক ভিউ রোডে তথাগতর বাড়ি অভিযান করল মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা।এদিন তারা জানায়, বিভিন্ন আইনের প্রসঙ্গ তুলে জিজ্ঞেস করেন কোথায় এই পুরুষাঙ্গ পরীক্ষার কথা লেখা আছে? তথাগত শিক্ষিত হয়েও বাঙালি সমাজের ক্ষতি করছেন বলেও তোপ দাগেন তাঁরা।

মতুয়াদের প্রতিনিধি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় যেভাবে শারীরিক পরীক্ষার নিদান দিয়েছেন, তা শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করে গিয়েছে। তাঁর টুইটের ভাষা শুধু যে শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে তা নয়, বরং ধর্মীয় ভেদাভেদ তৈরি করে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এদিন সেই মন্তব্যের প্রতিবাদে তথাগত রায়ের বাড়ি ঘেরাও করেন মতুয়ারা।

মতুয়াদের দাবি, আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম। এই নাগরিকত্ব আমরা চাইনি। আমাদের কাছে ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সব আছে। আমরা এদেশের নাগরিক। আমাদের ভোটেই শান্তনু ঠাকুর জিতে কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। তা হলে আমাদের কেন নাগরিকত্বের জন্য নতুন করে আবেদন করতে হবে? কেন বাংলাদেশের তথ্য দিতে হবে? মতুয়াদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকারের এই সিএএ মানি না। আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

 

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...