ক্রিকেটের বাইশ গজ থেকে এবার রাজনীতির ময়দানে ইউসুফ পাঠান। এবার লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে তৃণমূলের প্রতীকে লড়বেন প্রাক্তন তারকা ক্রিকেটার। গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে রীতিমতো চমক দিয়ে ইউসুফের নাম ঘোষণা করে তৃণমূল।

তবে ঠিক কবে থেকে প্রচারে নামবেন তিনি, তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। তৃণমূল সূত্রে খবর, আজ বুধবার শহরে পা রাখবেন ইউসুফ। সন্ধ্যা ৬.৪৫ মিনিটে দমদম বিমানবন্দরে নামছেন বহরমপুরে তৃণমূলের তারকা প্রার্থী। রাতে শহরেই থাকবেন। এরপর আগামিকাল, বৃহস্পতিবার সকালেই কলকাতা থেকে নিজের কেন্দ্রে রওনা দেবেন ইউসুফ।বৃহস্পতিবার জেলা নেতৃত্বের সঙ্গে পরিচয় পর্ব ও বৈঠকের পরই নেমে পড়বেন প্রচারে।
জেলা তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার বহরমপুরে সাংগঠনিক জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নেতত্বে বৈঠক করবেন ইউসুফ পাঠান। সেখানেই দলের কাজ বুঝে নেবেন তারকা প্রার্থী। এই বৈঠকেই ঠিক হবে প্রচারের রণকৌশল।
