Thursday, November 13, 2025

বিশেষ বেঞ্চে এসএসসি মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান

Date:

Share post:

অবশেষে শেষ হল দীর্ঘমেয়াদী এসএসসি (SSC) মামলার শুনানি। প্রায় তিন মাস ধরে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ রশিদির ডিভিশন বেঞ্চে চলে শুনানি। তবে দীর্ঘদিন ধরে চলা শুনানি শেষ হলেও স্থগিত রয়েছে রায় ঘোষণা। মামলা চলাকালীনই এসএসসি (SSC)-তে বহু নিয়োগ বেআইনি বলে অভিযোগ উঠেছে। মামলাকারীর পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, দেখা যায় শূন্যপদের চেয়েও নিয়োগ হয়েছে বেশি।

পরিসংখ্যান পেশ করে মামলাকারীদের আইনজীবী জানান, ২০১৬ সালে নবম-দশমে ১১ হাজার ৪২৫ জনকে নিয়োগের সুপারিশ করে এসএসসি (SSC) । সেখানে নিয়োগ হয় ১২ হাজার ৯৬৪ জন। অর্থাৎ, ১ হাজার ৫৩৯ জনকে অতিরিক্ত নিয়োগ করা হয়। একইসঙ্গে, তিনি জানান, একাদশ-দ্বাদশে ৫ হাজার ৫৫৭ জনকে নিয়োগের সুপারিশ করে এসএসসি (SSC) । সেক্ষেত্রে, নিয়োগ করা হয় ৫ হাজার ৭৫৬ জনকে। অর্থাৎ, অতিরিক্ত নিয়োগ করা হয় ১৯৯ জনকে।

এরপরই শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বসাক বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় ভালো কিছু খুঁজে বার করা মুশকিল।বিচারপতির পর্যবেক্ষণ, অবিলম্বে অতিরিক্ত নিয়োগ বাতিল করা উচিত। একইসঙ্গে, আইনজীবী প্রমিত রায় বলেন, এসএসসি এবং সিবিআই কেউই বিশ্বাসযোগ্য নয়।তখনই বিচারপতিজানতে চান, তাহলে কার উপরে বিশ্বাস করব।আইনজীবী জানান, আদালত নিজের স্বতন্ত্র সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখুক।এরপরই বুধবার রায়দান স্থগিত রাখা হয় আদালতে।

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...