Saturday, August 23, 2025

জোট জটের মধ্যেই দ্বিতীয় দফায় ৪ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, মুর্শিদাবাদে মহম্মদ সেলিম

Date:

Share post:

জোট জটের মধ্যেই আসন্ন লোকসভা ভোটের (Loksbha Election) জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট (Left Front)। তবে এই পর্বে মাত্র চারজনের নাম ঘোষণা করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যার মধ্যে সবচেয়ে উল্লেযোগ্য সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম। তিনি এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়বেন। রানাঘাটে বামেদের প্রার্থী অলোকেশ দাস, বোলপুরে শ্যামলী প্রধান এবং বর্ধমান-দুর্গাপুরে বাম প্রার্থী সুকৃতি ঘোষাল।

মহম্মদ সেলিম ও অলোকেশ দাস আগেও সাংসদ ছিলেন। তবে শ্যামলী প্রধান ও সুকৃতি ঘোষাল এবারই প্রথম লোকসভা ভোটের ময়দানে। তবে শ্যামলী প্রধান নানুরের প্রাক্তন বিধায়ক। এর আগে ১৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা। সবমিলিয়ে আপাতত ২১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, ধাপে ধাপে বাকি আসনগুলির প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। ফ্রন্টের মধ্যে বাকি কেন্দ্রের নামগুলি নিয়ে আলোচনা চলছে, সহমতে এলেই সেগুলি জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, বামেরা জোট-সমঝোতার কথা নজরে রেখেই গত সপ্তাহে একদফায় প্রার্থীতালিকা ঘোষণা করে। জোটসঙ্গী আইএসএফ তারপরই ৮টি আসনে প্রার্থী ঘোষণা করে। যার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে বামেদের প্রার্থীও রয়েছে। সম্প্রতি ৮টি আসনে প্রার্থী ঘোষণা করে আরেক জোটসঙ্গী কংগ্রেস। তবে বামেরা প্রথম দফায় যে ১৭টি আসনে প্রার্থী দিয়েছে, সেগুলি বাদ রেখেই প্রার্থীতালিকা প্রকাশ করে কংগ্রেস।

 

spot_img

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...