Saturday, November 8, 2025

জোট জটের মধ্যেই দ্বিতীয় দফায় ৪ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, মুর্শিদাবাদে মহম্মদ সেলিম

Date:

Share post:

জোট জটের মধ্যেই আসন্ন লোকসভা ভোটের (Loksbha Election) জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট (Left Front)। তবে এই পর্বে মাত্র চারজনের নাম ঘোষণা করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যার মধ্যে সবচেয়ে উল্লেযোগ্য সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম। তিনি এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়বেন। রানাঘাটে বামেদের প্রার্থী অলোকেশ দাস, বোলপুরে শ্যামলী প্রধান এবং বর্ধমান-দুর্গাপুরে বাম প্রার্থী সুকৃতি ঘোষাল।

মহম্মদ সেলিম ও অলোকেশ দাস আগেও সাংসদ ছিলেন। তবে শ্যামলী প্রধান ও সুকৃতি ঘোষাল এবারই প্রথম লোকসভা ভোটের ময়দানে। তবে শ্যামলী প্রধান নানুরের প্রাক্তন বিধায়ক। এর আগে ১৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা। সবমিলিয়ে আপাতত ২১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, ধাপে ধাপে বাকি আসনগুলির প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। ফ্রন্টের মধ্যে বাকি কেন্দ্রের নামগুলি নিয়ে আলোচনা চলছে, সহমতে এলেই সেগুলি জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, বামেরা জোট-সমঝোতার কথা নজরে রেখেই গত সপ্তাহে একদফায় প্রার্থীতালিকা ঘোষণা করে। জোটসঙ্গী আইএসএফ তারপরই ৮টি আসনে প্রার্থী ঘোষণা করে। যার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে বামেদের প্রার্থীও রয়েছে। সম্প্রতি ৮টি আসনে প্রার্থী ঘোষণা করে আরেক জোটসঙ্গী কংগ্রেস। তবে বামেরা প্রথম দফায় যে ১৭টি আসনে প্রার্থী দিয়েছে, সেগুলি বাদ রেখেই প্রার্থীতালিকা প্রকাশ করে কংগ্রেস।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...