Wednesday, August 27, 2025

ডায়মন্ড হারবারে প্রার্থী পাচ্ছে না বিজেপি, ফের বৈঠকের সম্ভাবনা দিল্লিতে! 

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবারে (Diamond। Harbour) প্রার্থী দিতে পারছে না ভারতীয় জনতা পার্টি (BJP)। ভোটের আগে বড় বড় কথা বলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিপরীতে প্রার্থী দিতে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে দিল্লির বিজেপি নেতাদের। এখানেই শেষ নয় শোনা যাচ্ছে আসানসোলেও কাকে প্রার্থী করা হবে তা নিয়ে দলের অন্দরে বিভাজন। দক্ষিণবঙ্গের আরেকটি কেন্দ্রের ক্ষেত্রেও একই ঘটনা। সূত্রের খবর আজ বিকেলে ২০ জনের প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।

বিজেপির অন্দরের জট কিছুতেই যেন কাটছে না। বাংলায় ৪২ জনের প্রার্থী তালিকা ঘোষণা করতে হিমশিম খাচ্ছেন দিল্লির নেতারা। প্রাথমিকভাবে ১৯ জনের তালিকা প্রকাশিত হলেও, বাকি ২৩ আসনের জন্য কাকে দাড় করানো হবে সেই মুখ নাকি খুঁজে পাচ্ছে না গেরুয়া শিবির। অতএব দফায় দফায় বৈঠক, কখনও বাংলায় কখনও রাজধানীতে। বিজেপি সূত্রে খবর আজ বিকেলে কুড়ি জনের প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে। তার মানে ৩ আসন নিয়ে এখনও দোটানায় পদ্ম শিবির। বঙ্গ বিজেপিতে শুভেন্দু অনুগামীরা আদি বিজেপি নেতৃত্বকে সরিয়ে ফেলতে চাইছেন বলে অভিযোগ। এখনও পর্যন্ত টিকিট পাননি দিলীপ ঘোষ। সূত্রের খবর সুকান্ত মজুমদারের সঙ্গে প্রতিমুহূর্তে মতানৈক্য হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার। এই অবস্থায় দিল্লিতে বাংলার দুই নেতাকে ডেকে নিয়ে গিয়ে বৈঠক করে কেন্দ্রীয় নেতৃত্ব। তাতেও কোনও সমাধান সূত্র মেলেনি। সুকান্ত মজুমদার মুখে যতই বলুন কোথাও কোনও সমস্যা নেই কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নামে রীতিমতো কাঁপতে শুরু করেছে বিজেপি শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার মতো মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না। কার্যত বাংলায় প্রার্থী ঘোষণা করতে নাভিশ্বাস উঠছে মোদি-শাহদের। ফের বৈঠকের সম্ভাবনা দিল্লিতে।

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...