Thursday, November 6, 2025

ডায়মন্ড হারবারে প্রার্থী পাচ্ছে না বিজেপি, ফের বৈঠকের সম্ভাবনা দিল্লিতে! 

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবারে (Diamond। Harbour) প্রার্থী দিতে পারছে না ভারতীয় জনতা পার্টি (BJP)। ভোটের আগে বড় বড় কথা বলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিপরীতে প্রার্থী দিতে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে দিল্লির বিজেপি নেতাদের। এখানেই শেষ নয় শোনা যাচ্ছে আসানসোলেও কাকে প্রার্থী করা হবে তা নিয়ে দলের অন্দরে বিভাজন। দক্ষিণবঙ্গের আরেকটি কেন্দ্রের ক্ষেত্রেও একই ঘটনা। সূত্রের খবর আজ বিকেলে ২০ জনের প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।

বিজেপির অন্দরের জট কিছুতেই যেন কাটছে না। বাংলায় ৪২ জনের প্রার্থী তালিকা ঘোষণা করতে হিমশিম খাচ্ছেন দিল্লির নেতারা। প্রাথমিকভাবে ১৯ জনের তালিকা প্রকাশিত হলেও, বাকি ২৩ আসনের জন্য কাকে দাড় করানো হবে সেই মুখ নাকি খুঁজে পাচ্ছে না গেরুয়া শিবির। অতএব দফায় দফায় বৈঠক, কখনও বাংলায় কখনও রাজধানীতে। বিজেপি সূত্রে খবর আজ বিকেলে কুড়ি জনের প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে। তার মানে ৩ আসন নিয়ে এখনও দোটানায় পদ্ম শিবির। বঙ্গ বিজেপিতে শুভেন্দু অনুগামীরা আদি বিজেপি নেতৃত্বকে সরিয়ে ফেলতে চাইছেন বলে অভিযোগ। এখনও পর্যন্ত টিকিট পাননি দিলীপ ঘোষ। সূত্রের খবর সুকান্ত মজুমদারের সঙ্গে প্রতিমুহূর্তে মতানৈক্য হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার। এই অবস্থায় দিল্লিতে বাংলার দুই নেতাকে ডেকে নিয়ে গিয়ে বৈঠক করে কেন্দ্রীয় নেতৃত্ব। তাতেও কোনও সমাধান সূত্র মেলেনি। সুকান্ত মজুমদার মুখে যতই বলুন কোথাও কোনও সমস্যা নেই কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নামে রীতিমতো কাঁপতে শুরু করেছে বিজেপি শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার মতো মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না। কার্যত বাংলায় প্রার্থী ঘোষণা করতে নাভিশ্বাস উঠছে মোদি-শাহদের। ফের বৈঠকের সম্ভাবনা দিল্লিতে।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...