Wednesday, January 14, 2026

রঙে রঙে জনসংযোগ মালা রায়ের, ‘পাত্তা’ দিলেন না বিরোধী প্রার্থীকে

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দোলের দিনটাকে জনসংযোগের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হিসেবে বেছে নিলেন সব রাজনৈতিক দলের নেতা-নেত্রী প্রার্থীরা। সোমবার, সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্রে অর্থাৎ দক্ষিণ কলকাতার তৃণমূল (TMC) প্রার্থী মালা রায় (Mala Ray) যোগ দেন দোল উৎসবে।

এদিন দক্ষিণ কলকাতার ৮৮নম্বর ওয়ার্ডের উদ্যোগে আবির খেলার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন মালা রায়। প্রতাপাদিত্য রোডে বসন্ত উৎসবে সামিল হয়ে মালা রায় (Malay Ray) বলেন, সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ করা হয়, সব জায়গাতেই যেতে হয়। তবে এখানে শিশুদের সঙ্গে আবির খেলার মজাই আলাদা।

অন্যদিকে দোলের মরশুমে নির্বাচনের প্রচার। বসন্ত উৎসব উদযাপনের মধ্য দিয়েই জনসংযোগ সারলেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী। রবিবারই দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী তালিকায় নাম রয়েছে দক্ষিণ কলকাতারও। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপি, সিপিআইএম, তৃণমূল তিন দলই মহিলা প্রার্থী দিয়েছে। একেবারে উত্তরবঙ্গ থেকে দেবশ্রী চৌধুরীকে উড়িয়ে নিয়ে এসেছে বিজেপি। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় সঙ্গে লড়বেন দেবশ্রী চৌধুরী। বসন্ত উৎসবের মঞ্চ থেকেই বিরোধী দলের মহিলা প্রার্থী নিয়ে কটাক্ষ মালা রায়ের। মালা রায় বলেন, এর আগে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি সাংসদকে দেখেনি সেখানকার মানুষ। আগের কেন্দ্রে হার জেনেই এবার দক্ষিণ কলকাতায় থাকে পাঠানো হয়েছে। মানুষ জানে। মানুষ বোঝে ফলে কে এলো কে প্রার্থী হলে সেটা নিয়ে ওতো চিন্তার কিছু নেই।




spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...