রঙের উৎসব কাটিয়ে সবেমাত্র কাজ শুরু করেছিলেন বাণিজ্য নগরীর কর্পোরেট অফিসের কর্মীরা। আচমকাই ভয়াবহ দুর্ঘটনা। অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৬ তলার কর্পোরেট অফিস। মুম্বই (Fire in Mumbai) সংলগ্ন শহরতলি এলাকা মুুলুন্দে কর্পোরেট পার্কে বহু বাণিজ্যিক সংস্থার দফতর। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন কয়েকশো কর্মী ভেতরে কাজ করছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বহুতলে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
