Sunday, August 24, 2025

CPIM-এর প্রতীক লোকসভা ভোটের পরে অক্টোপাস বা প্যাঙ্গোলিন! বলছেন কে?

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা নির্বাচন CPIM-এর কাছে কার্যত Do-or-die সিচুয়েশন। কারণ এই নির্বাচনে ভালো ফল করতে না পারলে সাধের ‘কাস্তে-হাতুড়ি-তারা’ প্রতীক হারাতে হবে তাদের। এ কথা বাইরের কেউ নয়, বলছেন CPIM কেন্দ্রীয় কমিটি সদস্য তথা কেরালের প্রাক্তন মন্ত্রী এ কে বালান। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এরপর হয়তো অক্টোপাস বা প্যাঙ্গোলিনের (Octopus-Pangolin) মতো প্রতীকে ভোট লড়তে হবে দলকে।

কোঝিকোড়ে কেরালা স্টেট ফাইন্যান্সিয়াল এন্টারপ্রাইজ অফিসার্স ইউনিয়নের এক কর্মশালার উদ্বোধনে গিয়ে বালান বলেন, এবারে নির্বাচন দলের প্রতীক রক্ষার লড়াই। না হলে অদূর ভবিষ্যতে দলকে অক্টোপাস বা প্যাঙ্গোলিনের মতো প্রতীকে নির্বাচনে লড়তে হবে। কারণ, আসন্ন লোকসভা নির্বাচনে CPIM যদি একটি নির্দিষ্ট শতাংশ ভোট এবং আসন জিততে না পারে তবে তারা জাতীয় দলের মর্যাদা হারাবে। এমনকী, নির্বাচনী প্রতীক হারাতে পারে। জাতীয় দলের মর্যাদা হারালে, সিপিএমের প্রতীকটা ব্যবহারও করা যাবে না। নির্বাচন কমিশনের দয়া করে যে প্রতীক বরাদ্দ করবে, তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে সেটা অক্টোপাস বা প্যাঙ্গোলিন (Octopus-Pangolin) যাইহোক।

কিন্তু এই আশঙ্কার কথা কেন বলছেন বালান? কী আছে নির্বাচন কমিশনের আইনে? জাতীয় দলের মর্যাদা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়।

• লোকসভা ভোটে চার বা তার বেশি রাজ্যের প্রতিটিতে মোট বৈধ ভোটের অন্তত ৬ শতাংশ ভোট পেতে হবে। অথবা, চার বা তার বেশি রাজ্যের বিধানসভা ভোটে ৬ শতাংশ ভোট পেতে হবে।
• লোকসভা নির্বাচনে মোট আসনের কমপক্ষে ২ শতাংশ আসন জিততে হবে। আর এই ২ শতাংশ আসন জিততে হবে অন্তত তিনটি রাজ্য থেকে।
• দলটিকে অন্তত চারটি রাজ্যে ‘রাজ্য দল’ হিসেবে স্বীকৃতি পেতে হবে।

বর্তমানে লোকসভায় CPIM-এর সদস্য সংখ্যা তিন। ২০০৪ সালে CPIM ৪৩টি লোকসভা আসনে জিতেছিল। ২০০৯ সালে আসন সংখ্যা নামে ১৬-য়। ২০১৪-র লোকসভা নির্বাচনে CPIM ৯টি আসন জিতেছিল। ২০১৯ সালে আসন সংখ্যা নেমে এসেছে তিনে।

ভারতের একমাত্র কেরালায় ক্ষমতায় আছে CPIM। ২০২১-এ কেরালা বিধানসভা নির্বাচনে ১৪০টি বিধানসভা আসনের মধ্যে ৬২টি আসনে জিতেছিল তারা। ওই একই বছর বাংলার বিধানসভা নির্বাচনে CPIM শূন্য। ত্রিপুরাতেও এখন ক্ষমতায় নেই বামেরা। এই পরিস্থিতিতে এখন লোকসভা নির্বাচনে পায়ের তলার মাটি কিছুটা শক্ত না করতে পারলে সাধের কাস্তে হাতুড়ি তারা প্রতীক হারাতে হবে CPIM-কে।




spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...