Monday, November 10, 2025

লোকসভা ভোটে কমিশনের নজরে বাংলা, রাজ্যে আসছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক!

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election)আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেই কারণে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। তবে সব থেকে বেশি নজর বাংলায়। ভোট ঘোষণার অনেক আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (CRPF) আসছে শুরু করেছে। এবার বাংলায় নিয়ে আসা হচ্ছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক। অবসরপ্রাপ্ত আইপিএস অনিলকুমার শর্মাকে (Anil Kumar Sharma) লোকসভা ভোটে বাংলার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন (EC) বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

একুশের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ার পর থেকেই বাংলাকে টার্গেট করে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। একদিকে যেমন তারা ইডি -সিবিআই এর মতো এজেন্সি ব্যবহার করে তৃণমূল নেতাদের বিপাকে ফেলার চেষ্টা করছে, পাশাপাশি আবার সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ভোটের দফা বাড়ানোয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন আবার বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত ঘিরে জল্পনা বাড়ছে। সাধারণভাবে ভোটের সময় বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করে কমিশন, তবে নির্বাচনের এতটা আগে থাকতে সেটা হয় না। ওয়াকিবহাল মহলের একাংশের মতে আসলে বাংলায় হেরে যাওয়ার ভয় থেকেই কমিশনকে ব্যবহার করে এই ধরনের পদক্ষেপ করাচ্ছি বিজেপি। একেবারে চণ্ডীগড় থেকে বাংলায় নিয়ে আসা হচ্ছে প্রাক্তন পুলিশ কর্তাকে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে গোটা দেশে মোট ২১০০ পর্যবেক্ষক নিয়োগ করছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে আয়-ব্যয় পর্যবেক্ষক, পুলিশ ও সাধারণ পর্যবেক্ষক রয়েছেন। বাংলার জন্য আগেই তিন জন আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় বাংলায় তিনটি আসন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জন্য ৩ জন আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। কোচবিহারের জন্য আইআরএস সঞ্জয় কুমার, জলপাইগুড়ির জন্য মদনমোহন মীণা ও আলিপুরদুয়ারের জন্য শালম কে দুর্গেশ যাদবকে আয়-ব্যয় পর্যবেক্ষক হিসেবে আনা হয়েছে। ইতিমধ্যেই বাংলায় ১৫০ কোম্পানি বাহিনী মোতায়েন করেছে কমিশন। এবার আগামী ১ এপ্রিলের মধ্যে রাজ্যে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে বলে খবর।

spot_img

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...