আবগারি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়া অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের আর্জি খারিজ। উপরাজ্যপাল এবং কেন্দ্র সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আজ কেজরিকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করা হয়। আপের (AAP) তরফে আগেই জানানো হয়েছিল যে মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালই দায়িত্ব সামলাবেন। সেই মতো ইডি হেফাজত থেকেও সরকারি নির্দেশ দিতে দেখা গেছে আফ সুপ্রিমোকে। আজই তাঁর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। এদিন তাঁর মুখ্যমন্ত্রী পদ খারিজ নিয়ে সওয়াল করা হলে, দিল্লি হাইকোর্ট (Delhi High Court) জানিয়ে দিয়েছিল এ ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবেন উপরাজ্যপাল এবং কেন্দ্র।
