কবে ফিরবেন সূর্য কুমার যাদব ? মুখ খুললেন বোর্ড কর্তা

নাম প্রকাশের অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “ সূর্যকুমার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে।

কবে ফিরবেন সূর্যকুমার যাদব? এই প্রশ্নই ঘোরাফেরা করছে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের মধ্যে। চলতি আইপিএল-এ শুরুটা একেবারেই ভালো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের। পরপর দু’ম্যাচে হার। ব্যাটিং থেকে বোলিং সব নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি মুম্বইয়ের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়েও। আর এরপরই কবে ফিরবেন সূর্য? কারণ এখনও বোর্ড আইপিএল খেলার জন্য ছাড়পত্র দেয়নি। তবে কবে ফিরবেন তিনি? এই নিয়ে এবার মুখ খুললেন বোর্ডের এক কর্তা।

নাম প্রকাশের অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “ সূর্যকুমার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। তবে আরও কয়েকটি ম্যাচ হয়তো খেলতে পারবে না ও। মুম্বই দলে দ্রুত ফিরবে সূর্যকুমার।“ এরপরই তিনি আরও বলেন,” আইপিএল নয়, আমাদের চিন্তা ছিল বিশ্বকাপের আগে সূর্যকুমারকে সুস্থ অবস্থায় পাওয়া যাবে কি না। সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। সূর্য তার অনেক আগেই সুস্থ হয়ে উঠবে। তবে মুম্বইয়ের হয়েও খেলবে। কিন্তু ওর অস্ত্রোপচার হয়েছে। তাই তাড়াহুড়ো করে মাঠে নেমে পড়া ঠিক হবে না।“

আরও পড়ুন- গুজরাত ম্যাচের বদলা হায়দরাবাদ ম্যাচে, হার্দিককে বাউন্ডারতে ফিল্ডিং-এ পাঠালেন রোহিত, ভাইরাল ভিডিও