Thursday, December 25, 2025

জরিমানা ১৭০০ কোটি: একই আইনে বিজেপিকে ছাড়, কংগ্রেসকে কেন নোটিশ, প্রশ্ন

Date:

Share post:

হাইকোর্ট কংগ্রেসের আবেদন খারিজ করে দিতেই ১৭০০ কোটি টাকার জরিমানার বোঝা আয়কর দফতর থেকে চাপানো হল জাতীয় কংগ্রেসের উপর। নির্বচনী আচরণবিধি লাগু অবস্থায় জাতীয় নির্বাচন কমিশন যে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ তৈরির নিদান দিয়েছিল, আয়কর দফতরের এই নোটিশে তা কোনওভাবেই রক্ষিত হচ্ছে না, দাবি কংগ্রেসের। একদিকে পুরোনো আয়কর সংক্রান্ত তথ্যের ভিত্তিতে কংগ্রেসের উপর আয়কর দফতরের একের পর নিষেধাজ্ঞা ও জরিমানার ঘটনার প্রতিবাদ জানানো হয় দলের তরফে। অন্যদিকে তথ্য পেশ করে দাবি করা হয় আয়কর দফতরের যে নিয়মের ভিত্তিতে কংগ্রেসকে জরিমানা করা হচ্ছে, তার ভিত্তিতেই ছাড় ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে বিজেপিকে।

আগেই আয়কর দফতর কংগ্রেসের তহবিল ফ্রিজ করে দিয়েছে ও ২০০ কোটি টাকা জরিমানা চাপিয়েছে। বৃহস্পতিবার আয়কর দফতরের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেসের আবেদন খারিজ হয়ে যায় দিল্লি হাইকোর্টে। শুক্রবারই ফের ১৭০০ কোটি টাকার জরিমানার বিজ্ঞপ্তি জারি হয় আয়কর দফতরের তরফে। ২০১৭-১৮ থেকে ২০২০-২১ সালের মধ্যে বেনিয়মের ভিত্তিতে এই জরিমানা বলে আয়কর দফতরের পক্ষ থেকে জানানো হয়। কংগ্রেসের দাবি, নির্বাচনের আগে নির্বাচনী বন্ড নিয়ে বিজেপির ৮,২৫০ কোটির দুর্নীতি প্রকাশ্যে এসে যাওয়ায় এবার প্রতিহিংসার রাজনীতিতে নেমেছে তারা। কংগ্রেস দলকে আর্থিকভাবে পঙ্গু করার যে প্রচেষ্টা শুরু হয়েছে তাতে কংগ্রেস ভয় পেয়ে পিছপা হবে না বলে দাবি, কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের।

পাশাপাশি বিজেপির বেনিয়মে দেখে আয়কর বিভাগ এমনকি নির্বাচন কমিশনও চোখ বন্ধ করে রয়েছে বলে দাবি কংগ্রেসের। আয়কর দফতরের নিয়ম ভেঙে যেভাবে বিজেপির তহবিল ভরেছে তাতে তাদের উপর ৪,৬০০ কোটি টাকার জরিমানা হওয়া উচিত বলে দাবি কংগ্রেসের। বিজেপির তহবিলে ৪২ কোটি হিসাব বহির্ভূত আয়ের উল্লেখ করা হয় কংগ্রেসের তরফে। আয়কর দফতরের নিয়ম উল্লেখ করে দাবি কংগ্রেসের। বিজেপির সাত বছরের দুর্নীতি দেখেও চোখ বন্ধ আয়কর দফতরের। অথচ কংগ্রেসের পাঁচ বছর আগের তথ্য যাচাই করে নির্বাচনের আগে আয়কর দফতরের জারি করা নোটিশের সমালোচনা কংগ্রেস নেতৃত্বের।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...