Saturday, August 23, 2025

আবাসের টাকা দিলে মাথায় আঘাত আসত না: কেন্দ্রকে দায়ী করে তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

বাংলাকে বঞ্চিত না করে কেন্দ্র যদি আবাস যোজনার টাকা দিত, তাহলে এভাবে শিশুর মাথায় আঘাত আসত না। এই আঘাতের জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। সোমবার, জলপাইগুড়ির খালপাড়া নার্সিংহোমে প্রাকৃতিক বিপর্যয়ে আহতদের দেখতে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে বেরিয়েই তোপ দাগেন অভিষেক। বলেন, সুকান্ত -শুভেন্দুরা আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে। আজ যদি আবাসের টাকা বন্ধ না হত তাহলে এত ক্ষতি হত না।

রবিবার, ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-কোচবিহার জেলার বিস্তৃণ অঞ্চল। প্রাণহানি হয়েছে ৫জনের। আহত শিশু-সহ শতাধিক। বহু বাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। এদিন বাগডোগরা পৌঁছে আহতদের দেখতে নার্সিংহোমে যান অভিষেক (Abhishek Banerjee)। শিশুদের দেখে উদ্বিগ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তুলোধনা করেন কেন্দ্রের মোদি সরকারকে। জানালেন, আবাসের টাকা বন্ধ করেছে বিজেপি, আবাসের টাকা পেলে আজ এত ক্ষতি হত না, এর দায় কেন্দ্রীয় সরকারের। শিশুদের পাশাপাশি তাদের অভিভাবক ও চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদককে পাশে পেয়ে স্বস্তি পেয়েছেন আহত শিশুদের পরিবারের সদস্যরা।

তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, বঙ্গের বিজেপি নেতারা দিল্লিতে ফোন করে বাংলার প্রাপ্য আটকে রেখেছেন। যদি আবাসের টাকা বন্ধ না হত, তাহলে এত ক্ষতি হত না। ফের এদিন বিজেপিকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, শ্বেতপত্র প্রকাশ করে যদি বিজেপি প্রমাণ করতে পারেন বাংলার ২০২১-এ গোহারা হারার পরে কেন্দ্রীয় প্রকল্প ১ পয়সা দিয়েছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। ১৬-১৭ দিন হয়ে গিয়েছে কোচবিহার থেকে আমি চ্যলেঞ্জ করেছিলাম তারপরেও কোনও শ্বেতপত্র প্রকাশ করা হয়নি।

একইসঙ্গে নিশীথ প্রামাণিককে আক্রমণ করে অভিষেক বলেন, কোচবিহারে হিংসা ছড়াচ্ছেন বিজেপি সাংসদ। রাজ্যপাল যদি নিরপেক্ষ হন তাহলে নিশীথের বিরুদ্ধে মামলা করুন। অভিষেক সাফ জানান, “যারা গ্যারেন্টি দিচ্ছেন তারা শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে।”

রবিবার রাতেই ঝড়-বিধ্বস্ত জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে বিরোধীরা ‘রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন। এর পাল্টা জবাব দিয়ে অভিষেক বলেছেন, “৬০০ কিলোমিটার দূর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি পৌঁছতে পারছেন আর সুকান্ত ৩০০ কিমি দূর বালুরঘাট থেকে এখানে পৌঁছতে পারছেন না! মুখ্যমন্ত্রী যদি শুধু রাজনীতি করতেন তাহলে তিনি সকালে আসতে পারতেন কিন্তু তা তিনি করেননি মুখ্যমন্ত্রী রাতে দুর্গতদের কাছে গিয়েছেন।” বিজেপির সাংসদ বিধায়করা কেউ আসেননি।

এদিকে ঝড়ের জেরে গৃহহীনদের আশ্বাস দিয়েছেন অভিষেক। বলেন, যাঁদের ঘর ভেঙেছে তাঁদের থাকার ব্যবস্থা করবে প্রশাসন।



spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...