অন্যান্য দিনের মতো আজ, সোমবারও ভোট প্রচারে বেরিয়েছিলেন তমলুকের সিপিএম প্রার্থী তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। আচমকা তাঁর কাছে এসে এক বয়স্ক ব্যক্তি ২০ হাজার টাকা তুলে দিলেন। তাঁর পরিচয়, অবসরপ্রাপ্ত শিক্ষক। নাম চণ্ডীচরণ প্রামাণিক।

বিষয়টি ঠিক কী? ভোটের খরচের জন্য সিপিএমের পার্টি ফান্ডে টাকা নেই। সিপিএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য নিরঞ্জন সিহিজানিয়েছেন, পঞ্চায়েত ভোট, ইনসাফ যাত্রা, ইনসাফ বিগ্রেডের জন্য যেটুকু ফান্ড ছিল, তা খরচ হয়ে গেছে। তাই এখন মানুষের কাছ থেকে চাঁদা তুলে ভোট করানো ছাড়া উপায় নেই। সেকথা জানতে পেরে নিজের পেনশন তুলে ২০ হাজার টাকা প্রার্থীর হাতে দিলেন এক অশীতিপর অবসরপ্রাপ্ত শিক্ষক।

এদিন সকালে নন্দকুমার বাজারে প্রচার সিপিএম প্রার্থী গেছিলেন। সেকথা জানতে পেরে শারীরিক অসুস্থতা উপেক্ষা প্রবল দাবদাহের মধ্যেই পৌঁছে যান অবসরপ্রাপ্ত শিক্ষক চণ্ডীচরণ প্রামাণিক। এরপর সকলের সামনে বাম প্রার্থীর হাতে ২০ হাজার টাকা তুলে দেন। নিজেকে বামকর্মী হিসাবে পরিচয় দিয়ে চণ্ডীচরণবাবু বলেন, “টিভিতে দেখেছি ইলেক্টরাল বন্ড থেকে বিজেপি, তৃণমূল সবচেয়ে বেশি টাকা তুলেছে। বামেরা এক টাকাও নেয়নি। বরং ইলেক্টরাল বন্ডের বিরুদ্ধে মামলা করে সত্যিটা সামনে এনেছে। তাই পেনশন থেকেই দলকে ২০ হাজার টাকা দিলাম।”

সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জির প্রতিক্রিয়া, বামপন্থীরা ইলেক্টরাল বন্ড থেকে টাকা নেয়নি। তাঁরা মামলা করায় মানুষের কাছে আসল ছবি ফুটে উঠেছে। দলের আর্থিক সংকটের খবর পেয়ে এগিয়ে এসেছেন অনেকেই। তাঁদের অর্থেই দল ভোটে লড়ে জিতে দেখাবে।

আরও পড়ুন- টর্নেডোর পূর্বাভাস সম্ভব না, ৫ জেলায় কমলা সতর্কতা জারি করে দাবি আবহাওয়া দফতরের
