সব VVPAT-এর নথি মেলানোর দাবি, কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে সব ভিভিপ্যাটের স্লিপ গুণে দেখার আবেদনের পাশাপাশি প্রত্যেক ভোটার যেন নিজের ভিভিপ্যাট স্লিপ নিয়ে ব্যালট বক্সে ফেলতে পারে যাতে তাঁর ভোটটি গৃহিত হয়েছে বলে স্বীকৃত হয়

ইভিএম (EVM)-এর সঙ্গে VVPAT-এর সব স্লিপ মিলিয়ে দেখার আবেদনে নির্বাচন কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের (Supreme Court)। বর্তমানে এলোমেলোভাবে বেছে নেওয়া যে কোনও পাঁচটি ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের (VVPAT) স্লিপের সংখ্যা মিলিয়ে নেওয়ার যে প্রক্রিয়া রয়েছে, তাকেই চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে এই মামলাটি হয়। বিচারপতি বি আর গভাই ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের কাছে তাদের উত্তর জানতে চেয়ে নোটিশ পাঠায়।

ভিভিপ্যাট মেশিনে প্রতিটি ভোটের নিরিখে একটি করে স্লিপ (slip) বের হয়, যাতে ভোটার দেখতে পান তাঁর ভোটটি পড়েছে কি না। তবে এই স্লিপ বন্ধ যন্ত্রের মধ্যে সংরক্ষিত থাকে ভবিষ্যতে প্রয়োজনে মিলিয়ে দেখার জন্য। তবে ২০১৯ সালে ইভিএমের ভোট ও ভিভিপ্যাটের ভোটের সংখ্যা মিলিয়ে দেখার একটি মামলায় এলোমেলোভাবে বেছে নেওয়া পাঁচটি ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের ভোটের সংখ্যা মিলিয়ে নেওয়ার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মামলাটি দেশের ২১টি বিরোধী দল নির্বাচনে স্বচ্ছতা আনার দাবিতে করেছিল। নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফ থেকে বলা হয়েছিল সব ভিভিপ্যাট মিলিয়ে দেখতে গেলে ভোটকর্মীদের অতিরিক্ত ৫-৬ ঘণ্টা সময় লাগবে।

সুপ্রিম কোর্টে সব ভিভিপ্যাটের স্লিপ গুণে দেখার আবেদনের পাশাপাশি প্রত্যেক ভোটার যেন নিজের ভিভিপ্যাট স্লিপ নিয়ে ব্যালট বক্সে (ballot box) ফেলতে পারে যাতে তাঁর ভোটটি গৃহিত হয়েছে বলে স্বীকৃত হয়। সেই সঙ্গে ভিভিপ্যাটের উপরের কাঁচ স্পষ্ট ও স্বচ্ছ রাখার আবেদন জানানো হয়। সম্প্রতি এই নিয়ে আরও একটি মামলা হয়েছে। সেই মামলার সঙ্গে সোমবারের মামলাটি জুড়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ১৭ মে।