Tuesday, November 4, 2025

চাকরি কই? আশঙ্কায় আইআইটি বোম্বের পডু়য়ারা

Date:

Share post:

ক্যাম্পাসিং শেষ হতে বাকি মাত্র দুমাস। এখনও চাকরি পাননি ৩৬ শতাংশ পড়ুয়া। গত বর্ষে বম্বে আইআইটি-তে ক্যাম্পাসিংয়ে চাকরির যে উদাহরণ দেখেছেন পড়ুয়ারা, তাতে এবছরও ১০০ শতাংশ চাকরি হবে কি না, সন্দেহে পড়ুয়ারা।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ২০২৪-এর ক্যাম্পাসিং (campussing) ও প্লেসমেন্টের (placement) মরশুমে প্রকাশ্যে এল কেন্দ্রীয় সরকারের ব়্যাঙ্কিং-এ চতুর্থ সেরা প্রতিষ্ঠান আইআইটি বম্বের (IIT Bombay) ছবি। বম্বে আইআইটি-র তথ্য অনুযায়ী, এখনও চাকরি পাননি ৩৬ শতাংশ পড়ুয়া। ‘গ্লোবাল আইআইটি অ্যালুমনাই সাপোর্ট গ্রুপে’ (GIITSG)র তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ক্যাম্পাসিং-এ প্লেসমেন্টের জন্য নাম নথিভূক্ত করেছিলেন ২ হাজার জন পড়ুয়া। তাদের মধ্যে এখনও চাকরি পাননি ৭১২ জন। যদিও, মে মাস পর্যন্ত ক্যাম্পাসিং চলার কথা, তাই এখনও চাকরির জন্য আশাবাদী পড়ুয়ারা।

যদিও, এই বিষয়ে আইআইটি বম্বের তরফে সরাসরি কোনও মন্তব্য না করা হলেও, সূত্রের খবর, বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধির গতি কমে যাওয়ায় এবার ক্যাম্পাসিং-এর জন্য বিভিন্ন কোম্পানিকে আমন্ত্রণ জানাতে রীতিমত চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছে আইআইটি বম্বেকে। জানা গিয়েছে, এই প্রথমবার এমন হয়েছে যে, ১০০ শতাংশ প্লেসমেন্ট পাননি কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের নথিভূক্ত পড়ুয়ারাও।

তবে,শুধুমাত্র ২০২৪ সাল নয়। এর আগে ২০২৩ সালেও আইআইটি বম্বেতে ক্যাম্পাসিং-এর মাধ্যমে চাকরি পান নি ৩২.৮ শতাংশ পড়ুয়া। তথ্য অনুযায়ী, ২০২৩ সালে আইআইটি বম্বেতে ক্যাম্পাসিং-এর জন্য নাম নথিভূক্ত করেন ২ হাজার ২০৯ জন পড়ুয়া।তাঁদের মধ্যে চাকরি পেয়েছিলেন মাত্র ১ হাজার ৪৮৫ জন পড়ুয়া। আর এই ঘটনা পড়ুয়াদের মনের উপর মানসিক চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন আইআইটি বম্বের অধ্যাপকরা। যে পড়ুয়ারা ক্যাম্পাসিং-এর মাধ্যমে চাকরি পাচ্ছেন না তাঁরা কীভাবে চাকরি পেতে পারেন, সেই বিষয় ওই পড়ুয়াদের পরামর্শ দেওয়া উচিত আইআইটি কর্তৃপক্ষের বলে মত সংশ্লিষ্ট মহলের।

spot_img

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...