Sunday, November 9, 2025

এবার জাতীয় দলের জার্সি গায়ে তুলতে চান ময়ঙ্ক যাদব

Date:

Share post:

এবারের আইপিএলে নয়া প্রাপ্তি ময়ঙ্ক যাদব। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর বলের গতি বিস্মিত করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। আর মঙ্গলবার তাঁর গতির সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন। এবার জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন এই তরুণ পেসার। পাঞ্জাবের বিরুদ্ধে ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বল করে তাবড় তাবড় পেসারদের ঘুম কেড়ে নিয়েছেন ময়ঙ্ক। আরসিবির বিরুদ্ধে সেই মাইলস্টোনও টপকে গেলেন তিনি। প্রতি ঘণ্টায় ১৫৬.৭ কিমি ২২ গজে আগুন ঝরিয়েছে তাঁর ডেলিভারি। যা চলতি আইপিএলের দ্রুততম ডেলিভারি।

মঙ্গল-রাতে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট ঝুলিতে ভরেন ময়ঙ্ক। তার আগুনে বোলিংয়ে প্য়াভিলিয়নে ফিরে যান আরসিবি ব্য়াটিং লাইন-আপের তিন স্তম্ভ গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন এবং রজত পাটিদার। আর তাতেই জয়ের পথ সহজ হয়ে যায় কে এল রাহুলদের। আরও একটি রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। প্রথম তারকা হিসেবে আইপিএলে অভিষেকের পরই পর পর দুটি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জয়ের নজির গড়েছেন ময়ঙ্ক।

আরসিবি বধের পর তরুণ তুর্কি বলেছেন, দুটো ম্যাচ সেরার পুরস্কার জিতে দারুণ লাগছে। কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগছে দুটো ম্যাচই জিতেছি বলে। ভারতের হয়ে বেশি ম্যাচ খেলাই আমার জীবনের লক্ষ্য। তাই মনে হয়, এটা সবে শুরু। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। নিজের গতির রহস্য সম্পর্কে তিনি বলেচেন, এই গতিতে বল করার জন্য বিভিন্ন দিকে নজর রাখতে হয়। ডায়েট, ঘুম, ট্রেনিং। জোরে বল করতে গেলে অনেক বিষয়ে পারফেক্ট হওয়া জরুরি। তাই নিজের ডায়েট আর ফিটনেসের দিকে বিশেষ নজর দিচ্ছি। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত গতিতে নজর কেড়েছেন নানদ্রে বার্গার (১৫৩), জিরাল্ড কোয়েৎজি (১৫২.৩), আলজারি জোসেফ (১৫১.২) এবং মাথিসা পাথিরানা (১৫০.৯)।






 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...