Wednesday, November 12, 2025

চড়ছে পারদ: জল-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশ নবান্নর, রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ

Date:

Share post:

চড়ছে তাপমাত্রার পারদ। সকাল থেকে হাঁসফাঁস করা গরমে কার্যত নাকাল দক্ষিণবঙ্গবাসী। কলকাতার (Kolkata) তাপমাত্রা পেরিয়েছে ৩৭ ডিগ্রি। বাঁকুড়ার তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে, নাজেহাল অবস্থা পুরুলিয়ার। হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় ঊর্ধ্বমুখী পারদ। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নবান্ন (Nabanna)। প্রবল গরমে যাতে জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত না হয় তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন (Nabanna) থেকে প্রতিটি জেলার জেলাশাসকের কাছেই এই নির্দেশিকা পৌঁছেছে।

নির্দেশিকায় জেলাশাসকদের বিদ্যুৎ দফতরের আধিকারিক এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে বলা হয়েছে। কোনও ভাবেই যাতে জল সঙ্কট অথবা বিদ্যুতের যোগানে সমস্যার না হয় এবং আপতকালীন পরিস্থিতির জন্য যাতে সংশ্লিষ্ট দফতর তৈরি থাকে তার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে চলতি সপ্তাহেই পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু বইতে পারে। কলকাতার তাপমাত্রাও ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে পূর্বভাস। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে হাওয়া অফিসের তরফে জানানো হয়, শনি ও রবিবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হচ্ছে। এপ্রিলের শুরুতেই প্রবল গরমে প্রাণান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ না থাকলে বা জল সরবরাহ ব্যাঘাত ঘটলে গরমের মধ্যে অসহনীয় পরিস্থিতি তৈরি হবে। সেকারণেই এই সতর্কতা।

রাজ্যবাসীর জন্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। সুতির হালকা কাপড় পড়া, রোদ্দুরে বেরোলে ছাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। শরীরে জলের যোগান ঠিক রাখতে বারবার জল, ORS, লস্যি ইত্যাদি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।




spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...