ওয়াটগঞ্জের নৃশংস খুনের (Brutal murder in Watganj) ঘটনার মৃত দুর্গা সরখেলের (Durga Sarkhel) দেওর নীলাঞ্জন সরখেলকে গ্রেফতার করল পুলিশ। এলাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার দেহের অবশিষ্টাংশ। মোবাইল টাওয়ার ডাম্পিং প্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে ওয়াটগঞ্জের নৃশংস খুনের ঘটনার কিনারা করল কলকাতা পুলিশ (KP)।

মঙ্গলবার দুপুরে একটি পরিত্যক্ত বাড়িতে প্লাস্টিকের ব্যাগে দেহ উদ্ধারের খবর সামনে আসতেই (Watganj Incident) বুধবার দুপুরে পশ্চিম বন্দর থানায় স্থানীয় বাসিন্দা কৈলাস সাউ নিখোঁজ ডায়েরি করেন। তখনই খুনের কথা প্রকাশ্যে আসে। ঘটনার পর থেকেই পলাতক মৃতার স্বামী। তাঁর খোঁজ চলছে। কী কারণে, এত নৃশংসতা তা জানতে জেরা করতে শুরু করেছে পুলিশ।
