আজ থেকেই ভোটগ্রহণ! কাদের জন্য প্রযোজ্য এই নিয়ম

রাজীব কুমার (Rajib Kumar) জানিয়েছিলেন, এবার থেকে হোম ভোটিং প্রসেস আনা হচ্ছে। আজ থেকেই তা কার্যকরী হচ্ছে বলে খবর।

দিল্লির মসনদে বসবে কে, আগামী পাঁচ বছরের জন্য দেশ চালানোর ভার কার হাতে থাকবে সেই উত্তর খুঁজবে লোকসভা নির্বাচন ২০২৪ (Loksabha Election 2024)। সাত দফায় নির্বাচন হবে যার প্রথম দফা শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। তবে ভোট শুরুর দু সপ্তাহ আগে আজ অর্থাৎ শুক্রবার থেকেই বাড়ি বসে ভোট দেওয়ার প্রক্রিয়া (Home voting process) শুরু হয়ে যাচ্ছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময়ই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajib Kumar) জানিয়েছিলেন, এবার থেকে হোম ভোটিং প্রসেস আনা হচ্ছে। আজ থেকেই তা কার্যকরী হচ্ছে বলে খবর।

বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেই কারণে এবছর ভোটদানে নতুন নিয়ম আনা হয়েছে। নির্বাচন নীতির ২৭ এ ধারা সংশোধন করে পোস্টাল ব্যালটে ভোটের পাশাপাশি হোম ভোটিং প্রসেস সংযোজন করা হয়। ৮৫ বছরের ঊর্ধ্বে ও যারা শারীরিকভাবে ৪০ শতাংশেরও বেশি অক্ষম, তাঁদের বাড়িতে পৌঁছে যাবেন একজন রিটার্নিং অফিসার। পোস্টাল ব্যালাটে ভোট গ্রহণ করা হবে। যাঁরা এভাবে ভোট দিতে চান তাঁদের উপযুক্ত নথি সহ জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে। বাড়িতে বসে ভোট দিলে সেক্ষেত্রে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকের পাশাপাশি ভোটদানের সাক্ষী হিসাবে এক জন ভিডিয়োগ্রাফার এবং নিরাপত্তারক্ষীও থাকবেন। প্রথম দফার যে ৩ জেলায় ভোটগ্রহণ সেখানকার প্রবীণ এবং দৃষ্টিহীনদের জন্য আজ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত হোম ভোটিং প্রসেস চলবে।