গড়িয়ায় ছিনতাই করতে গিয়ে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শুক্রবার বিকালে। একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের বাইরে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে চার দুষ্কৃতী। মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এলে পালানোর চেষ্টা করে দুষ্কৃতিীরা। তখনই কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। ঘটনার তদন্তে পুলিশ।

জানা গিয়েছে, মহামায়াতলায় এক মহিলার ব্যাগ ছিনতাইকে কেন্দ্র করে গুলিচালনার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোট তিন রাউন্ড গুলি চলে। উদ্ধার হয়েছে কার্তুজের খোল। তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
ঘটনা সম্পর্কে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যাচ্ছে, শুক্রবার দুপুর ৩টে নাগাদ মহামায়াতলা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় এক মহিলা। আচমকাই রাস্তা দিয়ে চার দুষ্কৃতী বাইক নিয়ে এসে তাঁর পথ আটকিয়ে দাঁড়ায়। মহিলার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে দুষ্কৃতীরা। মহিলা তাতে বাধা দেন। ততক্ষণে মহিলার চিৎকারে লোকজন জড়ো হয়ে গিয়েছে। দুষ্কৃতীরা বিপদ বুঝে তিন রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেন। তবে কেউ আহত হননি গুলি চালনায়।

পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাই করাই উদ্দেশ্য ছিল চার দুষ্কৃতীর। কিন্তু মহিলা বাধা দেওয়াতেই বিপত্তি ঘটে। দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল।
