Sunday, August 24, 2025

মালদহের ২ কেন্দ্রেই অত্যন্ত ভালো ব্যবধানে জিতবে তৃণমূল: আশাবাদী অভিষেক

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের এককাট্টা হয়ে লড়াইয়ে বার্তা দিতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, মালদহ উত্তর ও দক্ষিণ কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মালদহের ২ কেন্দ্রেই অত্যন্ত ভালো ব্যবধানে তাঁরা জিতবেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান অভিষেক।

ডায়মন্ড হারবার, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, বীরভূম, ঝাড়গ্রামের পরে এবার দুই মালদহের (Maldah) দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অভিষেক (Abhishek Banerjee)। বৈঠকে ছিলেন মুর্শিদাবাদেরও কয়েকজন নেতা। কারণ সামশেরগঞ্জটা এই কেন্দ্রের মধ্যে পড়ে। শুক্রবার, দুপুরে যখন অভিষেক সেখানে পৌঁছন। সেখানে মালদহ উত্তর, দক্ষিণ লোকসভার প্রার্থীরা, নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন সামশেরগঞ্জের প্রতিনিধিরাও। গত লোকসভা নির্বাচনে মালদহ উত্তর কেন্দ্র যায় বিজেপির দখলে। দক্ষিণে জেতেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। কিন্তু ২০২১-এ এই এলাকায় ভালো ফল করে তৃণমূল। এদিনের বৈঠকে অভিষেক দলীয় নেতৃত্বকে সেই জয়ের ধারা অব্যাহত রাখার নির্দেশ দেন।

তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে মালদহের দুটি কেন্দ্রে। অভিষেক বলেন, গত বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে ভালো ফল করেছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এলাকায় উন্নয়ন করেছেন, তাতে এবার মালদহের ২ কেন্দ্রেই বিপুল ভোটে জিতবে তৃণমূল। অভিষেক জানান, ব্লক ভিত্তিক আলোচনা হয়েছে। লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়।

সাংবাদিক বৈঠক চলার সময়ই অসুস্থ হয়ে পড়েন সাবিত্রী মিত্র। তড়িঘড়ি সাংবাদিক বৈঠক বন্ধ করে ছুটে যান অভিষেক। বর্তমানে সাবিত্রীর অবস্থা স্থিতিশীল।




spot_img

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...