Friday, January 16, 2026

তৈরি হল তৃণমূলের ১২ সদস্যের ইস্তেহার কমিটি, নেতৃত্বে অমিত মিত্র

Date:

Share post:

রাজ্য নয়, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার জাতীয় স্তরের নির্বাচনী ইস্তেহার তৈরি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দলীয় ইস্তেহার নিয়ে তৃণমূল ভবনে বৈঠকে অমিত মিত্রের নেতৃত্বে তৈরি হয়েছে ১২ সদস্যের ইস্তেহার কমিটি।

ইস্তেহার কমিটিতে রয়েছেন সাংসদ সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, সৌগত রায়, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ডাঃ শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, গৌতম দেব, জহর সরকার ও তাপস মণ্ডল। বৈঠক শেষে কমিটির প্রধান অমিত মিত্র সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর লাগাতার আঘাত হেনে ভারতীয় সংবিধানের মূল স্তম্ভগুলিকে ধ্বংস করছে। তৃণমূল কংগ্রেস সেই ধ্বংসপ্রাপ্ত পরিকাঠামোকে পুনরুদ্ধার করবে। ইস্তেহার তৈরির জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন দলের প্রতিনিধিরা। সেই মতো একটি খসড়া ইস্তেহার তৈরি করে খুব শীঘ্রই চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হবে।

কোন কোন বিষয় থাকবে এই ইস্তেহারে? তৃণমূল জানিয়েছে, ধর্মনিরপেক্ষতা, বেকারত্ব দূরীকরণ, মহিলাদের স্বশক্তিকরণ, জাতি-উপজাতিদেরও উন্নয়নের মতো বিষয়গুলিতে জোর দেওয়া হবে ইস্তেহারে। মোদির ভাঁওতাবাজির গ্যারান্টি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো শতাংশ প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টির মধ্যে বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ নিশ্চিতভাবে জননেত্রীর পাশেই রয়েছে।

আরও পড়ুন- পাঞ্জাব এফসিকে হারিয়ে লিগ-শিল্ড জয়ের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান

spot_img

Related articles

SIR-এর নামে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা! বিজেপি-কমিশনকে একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রীর, শান্তিবজায় রাখার আবেদন

SIR-এর নামে পরিকল্পিতভাবে বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে!। শুক্রবার উত্তরবঙ্গ যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের বিজেপি ও...

মুসলিম ভোটার বাদ দেওয়ার জন্য বিজেপির চাপ, আত্মহত্যা করতে চাইছেন BLO!

বেছে বেছে মুসলিম ভোটারকে টার্গেট করে তাঁদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বুথ লেভেল অফিসারকে (BLO) চাপ দেওয়ার...

মুকুলের বিধায়কপদ খারিজের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

মুকুল রায়ের (Mukul Ray) বিধায়কপদ খারিজের হাই কোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। কলকাতা হাই কোর্টের (Calcutta...

যোগী রাজ্যে বঙ্গ বিদ্বেষ, বাংলায় কথা বলায় খুন সিঙ্গুরের যুবক

বাংলায় কথা বলায় যোগী রাজ্যে খুন সিঙ্গুরের (Singure) যুবক। বিগত কয়েক মাস ধরেই বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশী...