Wednesday, December 24, 2025

ঝড়ের দাপটে সেতু থেকে সোজা নিচে! গাড়ি উল্টে দুর্ঘটনার কবলে তৃণমূল নেতা

Date:

Share post:

হাওয়া অফিসের (Weather Office) পূর্বাভাস ছিলই, আর তাকে সত্যি করেই এবার কলকাতা (Kolkata)-সহ রাজ্যে শুরু হয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (Rain)। সঙ্গে দাপট দেখাচ্ছে ঝোড়ো হাওয়াও। এবার সেই ঝড়ের দাপটে আচমকাই উল্টে গেল জ্যোতশ্রীরাম অঞ্চলের তৃণমূল (TMC) সভাপতি তপনকুমার দের (Tapan Kumar Dey) গাড়ি। সোজা কাঠের নড়বড়ে সেতু থেকে গাড়ি গিয়ে পড়ল নীচে। রবিবার সকালে পূর্ব বর্ধমানের জামালপুরের অমরপুরে ঘটে যায় দুর্ঘটনা। দুর্ঘটনায় তৃণমূল নেতা ও তাঁর গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যে, দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সূত্রের খবর, রবিবার স্থানীয় ওই তৃণমূল নেতা লোকসভা ভোটের প্রচারে যাচ্ছিলেন। মাঝপথে তাঁর গাড়ি সেতু থেকে নীচে পড়ে যায়। অমরপুরে দামোদরের উপর রয়েছে একটি অস্থায়ী কাঠের সেতু রয়েছে। সেই সেতু পার করতে গিয়েই এবার বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন তৃণমূল নেতা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে তৃণমূল সভাপতি গাড়িতে যাচ্ছিলেন। গাড়ির পিছনের আসনেই বসেছিলেন তিনি। কিন্তু গাড়ি অমরপুরে পৌঁছতেই আচমকাই দমকা হাওয়া দিতে শুরু করে। সেই হাওয়ার বেগে তপনের গাড়ি নড়বড়ে কাঠের সেতু থেকে সোজা নীচে পড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

বিষয়টি নজরে আসতেই তৃণমূল নেতা ও গাড়ি চাললকে উদ্ধার করেন স্থানীয়রা। তাঁদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় জামালপুর ব্লক প্রাথমিক হাসপাতালে। পরে তপনকে বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনা প্রসঙ্গে জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক বলেন, তপন বাড়ি থেকে গাড়িতে জামালপুরে দলীয় কাজে যাওয়ার সময় বিপত্তি ঘটেছে। তাঁর এবং তাঁর গাড়ির চালকের দু’জনেরই আঘাত লেগেছে।

 

 

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...