Saturday, November 15, 2025

বিজেপির এজেন্সির অপব্যবহার, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব! রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি অভিষেকের

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সিগুলিকে হাতিয়ার করে ভোটে জেতার চক্রান্ত করছে বিজেপি (BJP)। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। এইসব নিয়ে অভিযোগ জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) মঙ্গলবার চিঠি দিয়েছেন তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবারই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এইসব বিষয় নিয়ে অভিযোগ জানানোর পর এদিন লিখিত আকারে তা রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে নির্বাচন কমিশনের কোন কোন কার্যকলাপে তৃণমূল আপত্তি তুলেছে, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এছাড়া আরও চারটি বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চিঠিতে বিজেপি NIA, ED, CBI এবং IT-কে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ জানিয়েছেন অভিষেক। পাশাপাশি, ভূপতিনগরের ঘটনার আগে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ শীর্ষ আধিকারিকের বৈঠক নিয়েও লিখিত আকারে রাজ্যপালকে অভিযোগ জানানো হয়েছে।

দিল্লিতে তৃণমূলের ১০ প্রতিনিধিরকে চূড়ান্ত হেনস্থা ও আটক করার বিষয়েও রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মানবিকতার খাতিরে জলপাইগুড়ির ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকার মানুষের ঘর তৈরি করে দেওয়ার জন্য তহবিল মঞ্জুর করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকার যাতে জরুরি তহবিল থেকে ঘূর্ণিঝড়ে প্রভাবিত মানুষদের স্বার্থে অর্থ প্রদান করতে পারে রাজ্যপালকে সে বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে NIA, ED, CBI এবং আয়কর দফতরের ডিরেক্টরকে বদল, এনআইএর এসপি ধনরাম সিংহকে অন্যত্র বদলির দাবিও তোলেন অভিষেক। একই সঙ্গে, কেন্দ্রীয় এজেন্সি ভোটের মুখে তৃণমূল নেতা-কর্মীদের যাতে হেনস্থা না করে, তা-ও নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, এই বিষয়গুলি সঠিক ভাবে পালিত না হলে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। তাই রাজ্যপাল যেন এ বিষয়ে যথোচিত পদক্ষেপ করেন।




spot_img

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...