Sunday, August 24, 2025

বিজেপির এজেন্সির অপব্যবহার, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব! রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি অভিষেকের

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সিগুলিকে হাতিয়ার করে ভোটে জেতার চক্রান্ত করছে বিজেপি (BJP)। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। এইসব নিয়ে অভিযোগ জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) মঙ্গলবার চিঠি দিয়েছেন তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবারই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এইসব বিষয় নিয়ে অভিযোগ জানানোর পর এদিন লিখিত আকারে তা রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে নির্বাচন কমিশনের কোন কোন কার্যকলাপে তৃণমূল আপত্তি তুলেছে, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এছাড়া আরও চারটি বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চিঠিতে বিজেপি NIA, ED, CBI এবং IT-কে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ জানিয়েছেন অভিষেক। পাশাপাশি, ভূপতিনগরের ঘটনার আগে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ শীর্ষ আধিকারিকের বৈঠক নিয়েও লিখিত আকারে রাজ্যপালকে অভিযোগ জানানো হয়েছে।

দিল্লিতে তৃণমূলের ১০ প্রতিনিধিরকে চূড়ান্ত হেনস্থা ও আটক করার বিষয়েও রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মানবিকতার খাতিরে জলপাইগুড়ির ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকার মানুষের ঘর তৈরি করে দেওয়ার জন্য তহবিল মঞ্জুর করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকার যাতে জরুরি তহবিল থেকে ঘূর্ণিঝড়ে প্রভাবিত মানুষদের স্বার্থে অর্থ প্রদান করতে পারে রাজ্যপালকে সে বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে NIA, ED, CBI এবং আয়কর দফতরের ডিরেক্টরকে বদল, এনআইএর এসপি ধনরাম সিংহকে অন্যত্র বদলির দাবিও তোলেন অভিষেক। একই সঙ্গে, কেন্দ্রীয় এজেন্সি ভোটের মুখে তৃণমূল নেতা-কর্মীদের যাতে হেনস্থা না করে, তা-ও নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, এই বিষয়গুলি সঠিক ভাবে পালিত না হলে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। তাই রাজ্যপাল যেন এ বিষয়ে যথোচিত পদক্ষেপ করেন।




spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...