Sunday, August 24, 2025

আমজনতার করের টাকায় প্যারিস ভ্রমণ! অডিট রিপোর্ট সামনে আসতেই ‘পর্দা ফাঁস’ IAS আধিকারিকের

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য! ২০১৫ সালে আমজনতার টাকায় প্যারিসে(Paris) বিলাসবহুল সফর গিয়ে বড়সড় বিতর্কে চণ্ডীগড়ের (Chandigarh )৩ আইএএস অফিসার (IAS)! অডিট রিপোর্ট (Audit Report) সামনে আসতেই শুরু শোরগোল। রিপোর্টে চোখ রাখলে দেখা যাচ্ছে ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে সাধারণ মানুষের করের টাকার প্রায় ২৫ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ সামনে আসে। অডিট রিপোর্ট সামনে আসতেই ভোটের মুখে শুরু জোর বিতর্ক।

অভিযুক্ত তিন আইএএসতিন আমলার নাম, বিজয় দেব, অনুরাগ আগরওয়াল, বিক্রমদেব দত্ত। তবে বর্তমানে তিন জনের মধ্যে দুই আইএএস আধিকারিকের বদলি হয়েছে। একজন অবসর নিয়েছেন। বিক্রম এখন বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর ডিরেক্টর জেনারেল। অনুরাগ হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক। সে সময় পাঞ্জাবের গভর্নর কাপ্তান সিং সোলাঙ্কি চণ্ডীগড়ের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত, প্যারিসের বিলাসবহুল হোটেলে রাত্রবাস-সহ দেদার খরচের অভিযোগ সামনে এসেছে।

চণ্ডীগড়ের অডিট জেনারেলের রিপোর্টে স্পষ্ট, ২০১৫ সালে প্যারিসের ফাউন্ডেশন ল কর্বুসিয়ের থেকে আমন্ত্রণ আসে চণ্ডীগড় প্রশাসনের কাছে। স্থাপত্যবিদ ল করবুসিয়েরের ৫০ বছরের জন্মদিন উপলক্ষে সেই আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কিন্তু অভিযোগ এই তিন সচিব সাধারণ মানুষের করের টাকায় রীতিমতো প্যারিসে ঘুরে এসেছেন। তাঁদের সাত দিনের সফরের সব খরচ দিয়েছিল চণ্ডীগড় প্রশাসন। অভিযোগ, ওই তিন আমলা কমিটির ছাড়পত্র ছাড়াই সাত দিনের সফরে গিয়েছিলেন। এক এক জন আমলার বিজনেস ক্লাসে যাতায়াতের খরচ পড়েছিল এক লক্ষ ৭৭ হাজার টাকা।

অডিট রিপোর্টে আরও অভিযোগ, প্রথমে ২০১৫ সালের ১২ থেকে ১৮ জুনের জন্য প্যারিসের একটি হোটেল বুক করা হয়েছিল। পরে তা বদলে যায়। যদিও পরে তার জন্য অতিরিক্ত ছ’লক্ষ ৭০ হাজার টাকা দিতে হয়েছিল চণ্ডীগড় প্রশাসনকে। এদিকে সফরের এক মাস পরে তিন আমলা পরস্পরকে অতিরিক্ত খরচের অনুমোদন দিয়ে দেন। বাকি টাকাও পেয়ে যান তিন জনই।

 

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...