সোনারপুরের পর এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। অজ্ঞাত পরিচয় এক যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে খবর, আজ শুক্রবার সকালে দেহটি উদ্ধার হয় বারুইপুর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের সদাব্রত গঙ্গাঘাট সংলগ্ন জলে।

জানা গিয়েছে, গঙ্গার জলে পানার মধ্যে একটি মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা থানায় খবর দিলে বারইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর দেহটি উদ্ধার করে বারইপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ময়না তদন্ত হয়ে বলে সূত্রের খবর।

এখনও পর্যন্ত ওই মহিলার নাম-পরিচয় জানা যায়নি। দেহ দেখে পুলিশের অনুমান কমপক্ষে তিন-চার দিন আগেই এই মহিলার মৃত্যু হয়েছে। মৃতদেহটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তখনই নজর পড়ে স্থানীয়দের। দেহটি এখানে কোথা থেকে এল? কেউ এই দেহটি এখানে ফেলে গিয়েছে নাকি দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে বারইপুর থানার পুলিশ।
