৫০ ফুট গভীর কূপে এখনও আটকে শিশু, চলছে উদ্ধার কাজ

কৃষি জমিতে খেলতে খেলতে অসাবধানতাবশত ৫০ ফুট গভীর কূপে পড়ে যায় ছয় বছরের এক শিশু। শুক্রবার থেকেই চলছে উদ্ধার কাজ। শনির সকালেও বাড়ছে উদ্বেগ। মধ্যপ্রদেশের রেবা জেলার (Reba District, MP) ঘটনা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন এখনও পর্যন্ত বাচ্চাটিকে বাইরে আনা যায়নি। কিছুক্ষণের মধ্যেই বারাণসী থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছবে।

সূত্রের খবর শিশুটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন উদ্ধারকারী দলের কর্মীরা। সমান্তরাল গর্ত খনন করার কাজ চলছে যাতে অন্তত বাচ্চাটির শ্বাস-প্রশ্বাসে কোনও সমস্যা না হয়। যে কূপের মধ্যে বাচ্চাটি পড়ে গিয়েছে, সেটির ব্যাস ৬ সেন্টিমিটার। বড় যন্ত্র এনে যত দ্রুত সম্ভব গর্ত তৈরির খনন কাজ চলছে।