Sunday, August 24, 2025

আজ থেকে শুরু মোহনবাগানের শেষ চারের প্রস্তুতি

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে আইএসএল-এর প্লে-অফের ম্যাচ। মুম্বই সিটি এফসি ম্যাচের মতো আইএসএল সেমিফাইনালেও যুবভারতীর জনগর্জন অস্ত্র হতে যাচ্ছে মোহনবাগানের। ২৮ এপ্রিল সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচ যুবভারতীতে খেলবে আন্তোনিও লোপেজ হাবাসের দল। আজ শুক্রবার প্রথম নক আউটে ওড়িশা এফসি ও কেরালা ব্লাস্টার্স মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে হাবাসের দল। ২৩ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ দিমিত্রি পেত্রাতোসদের।

জানা যাচ্ছা, ২৮ এপ্রিল ফিরতি পর্বের হোম ম্যাচের জন্য ৬২ হাজার টিকিট ছেপেছে মোহনবাগান। অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। জানা যাচ্ছে, দুপুর দেড়টার মধ্যেই ৮ হাজার টিকিট বুকিং হয়ে যায়। সেমিফাইনালের হোম ম্যাচই ঠিক করে দেবে আইএসএল খেতাব ধরে রাখতে ৪ মে ফাইনাল খেলার ছাড়পত্র দিমিত্রি, লিস্টন কোলাসোরা পাবেন কি না। সুষ্ঠু টিকিট বণ্টন ব্যবস্থা যেভাবে মুম্বই ম্যাচে করা হয়েছিল, সেমিফাইনালেও তেমনটা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। ২২ এপ্রিল থেকে ২৮ তারিখ ম্যাচের দিন পর্যন্ত অফলাইন টিকিট মোহনবাগান মাঠ এবং যুবভারতী থেকে পাওয়া যাবে সভ্য-সমর্থকদের জন্য। মুম্বই ম্যাচের মতো কম দামের টিকিটই রাখা হয়েছে। ন্যূনতম টিকিটের দাম ৫০ ও ১০০ টাকা।

লিগ-শিল্ড জয়ের পর তিনদিনের ছুটি কাটিয়ে শুক্রবার সন্ধ্যায় যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করবে মোহনবাগান। লিস্টন, শুভাশিসদের মতো যাঁরা ছুটি কাটাতে বাড়ি ফিরেছিলেন তাঁদের বৃহস্পতিবার রাতেই শহরে পৌঁছনোর কথা। প্রথম দিন থেকেই দেশি-বিদেশি সব ফুটবলারকে নিয়েই সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দেবেন কোচ হাবাস। সাহাল আব্দুল সামাদের ফিটনেসও পরীক্ষা করা হবে। তাঁকে সেমিফাইনালে খেলাতে চায় দল। আগামী মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচ। প্রতিপক্ষ ওড়িশা না কেরল, তা জানার জন্য অনুশীলন সেরে হোটেলে ফিরে টিভির সামনে বসবেন মোহনবাগান কোচ, ফুটবলাররা। তারপর শেষ চারের প্রতিপক্ষ নিয়ে অঙ্ক কষা শুরু করবেন সবুজ-মেরুনের স্প্যানিশ বস।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...