Tuesday, November 4, 2025

সৌদিতে আটকে দুই বাঙালি ভাই, রাজ্যের সাহায্যের আর্জি

Date:

Share post:

কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যের মরু শহরে গিয়ে প্রতারণার শিকার হুগলির (Hooghly) গুপ্তিপাড়ার দুই যুবক। ভিসার (Visa) মেয়াদ শেষ হয়ে গেলেও বাড়ি ফিরতে পারছে না চুক্তিতে থাকা হোটেল কর্তৃপক্ষের কারণে। এবার ঘরের ছেলেদের ঘরে ফেরাতে রাজ্য সরকারের দ্বারস্থ হল তাঁদের পরিবার। দূতাবাস সাহায্যের আশ্বাস না দেওয়ায় এবার তৎপরতা শুরু রাজ্য প্রশাসনের।

সৌদি আরবের (Saudi Arab) রাজধানী রিয়াধের (Riyadh) হোটেলে রান্নার কাজে গিয়েছিলেন হুগলির গুপ্তিপাড়ার দুই ভাই। রাজেন ও রতন সরকার নামে ওই দুই ভাই জানান, হোটেলের সঙ্গে চুক্তি শেষ হলেও কাগজপত্র সংক্রান্ত কারণে তাঁরা ফিরতে পারছেন না। তাঁদের অভিযোগ, ওই সংস্থা কাগজপত্র তৈরি করে না দেওয়াতেই এই অবস্থা। তার উপরে সেখানকার ভারতীয় দূতাবাস থেকেও সাহায্য মিলছে না। এদিকে তাঁদের হাতে জমানো টাকাও শেষ। এক বন্ধুর থেকে ধার করে কোনওক্রমে দিন চলছে। রমজান মাসে স্থানীয় এক মসজিদ থেকে খাবার সংগ্রহ করেছে। এখন সেই পথও বন্ধ। রাজেন বলেন, “সংস্থা কোনও দায় নিচ্ছে না। দেড় মাস আগে ভারতীয় দূতাবাসে গিয়ে দরখাস্ত জমা দিয়েছি। তারাও কিছু করছে না।”

পরিবারের সঙ্গে ভিডিও কলে তাঁরা তাঁদের পরিস্থিতি জানান। এরপরই পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে ই-মেল করে সাহায্য প্রার্থনা করা হয়। ই-মেল পাঠানো হয় হুগলির জেলাশাসক দফতরেও। জেলাশাসক (DM) মুক্তা আর্য জানান, বিষয়টি প্রশাসনের তরফে দেখা হবে।

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...