Sunday, November 2, 2025

প্রথম দফায় রাজ্যে সার্বিক ভোটের হার ৮২ শতাংশ, বিজেপির জন্য অশনি সঙ্কেত!

Date:

Share post:

গতকাল, শুক্রবার ১৮ তম লোকসভা নির্বাচনের প্রথম দফায় উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে। ২০১৯ সালের ভোট এই তিনটি কেন্দ্রে জিতেছিল বিজেপি। তবে এবার কী হতে চলেছে, তা জানতে আগামী ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় সন্ধ্যা ৬ টায়। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। প্রথম দফার লোকসভা নির্বাচনে শতকরা হিসেবে ভোটদানের নিরিখে দেশের মধ্যে এগিয়ে বাংলা।

প্রথম দফায় রাজ্যে ভোট প্রায় ৮২ শতাংশ। কমিশন সূত্রে খবর, সেই ভোট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১.৯ শতাংশ। ভোট শতাংশ আরও বাড়বে বলে খবর কমিশন সূত্রে। আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭৯.৭৬ শতাংশ, কোচবিহারে ভোট পড়ে ৮২.১৭ শতাংশ আর জলপাইগুড়িতে ভোট পড়েছে ৮৩.৬৬ শতাংশ।

গতকাল সকাল ৯টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়েছিল উত্তরবঙ্গের তিন আসনে, সেখানে গোটা দেশের হিসেবে মাত্র ৯.৭%। সকাল হলেই বোঝা যায় দিনটি কেমন যাবে। শুরু থেকেই চালিয়ে খেলা বাংলায় সকাল ১১টা পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মোট ৩৩.৫৬ শতাংশ ভোট পড়েছিল সেখানেই অনেক পিছিয়ে গোটা দেশ। রাজ্যের তুফানি ভোট অব্যাহত শুরুর ৬ ঘণ্টা পরেও। তিন কেন্দ্রে দুপুর একটার মধ্যেই ভোট পড়ে গিয়েছে ৫০ শতাংশের বেশি। আর বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছিল ৭৭.৫৭ শতাংশ।

ভোটের এই হার গণতন্ত্রের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর। আবার ভোট বেশি হারে পড়ার অর্থ তা শাসকের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা থাকে। লোকসভা ভোট যেহেতু দেশের সরকার নির্বাচনের, তাই উত্তরের তিন কেন্দ্রের ভোটদানের হারে অশনি সংকেত দেখছে দেশের শাসক দল বিজেপি। তাছাড়া ২০১৯-এর ভোট তিনটি কেন্দ্র দখলে ছিল বিজেপির। ফলে সেইদিক থেকে দেখলে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। আত্মবিশ্বাসী তৃণমূল গতকাল ভোট শেষ হওয়ার পরই আগাম বিজয় মিছিল বের করে তিন কেন্দ্রে।

spot_img

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...