Monday, January 12, 2026

চিনির পরিমাণ অত্যাধিক বেশি সেরেল্যাকে! আন্তর্জাতিক রিপোর্টে বেকায়দায় নেসলে

Date:

Share post:

নেসলের (Nestle) বিরুদ্ধে এবার বড়সড় অভিযোগ সামনে এল। এবার শিশুদের খাবার সেরেল্যাকে (Cerelac) আলাদা করে চিনি (Sugar) মেশানোর অভিযোগ উঠল সুইস এই বহুজাতিক সংস্থার বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সম্প্রতি এক আন্তর্জাতিক রিপোর্ট সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে, ভারতে ছ’মাস বা তার বেশি বয়সি শিশুদের জন্য জন্য সেরেল্যাক যে খাবার বিক্রি করে তাতে প্রতি বারের খাবারে ২.৭ গ্রাম চিনি পাওয়া গিয়েছে। যা শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যদিও নেসলে অবশ্য সমস্ত দোষ অস্বীকার করে আগেই সাফাই দিয়ে বলেছে, তারা ভারতের সমস্ত নিয়ম কড়া ভাবে মেনে পণ্য তৈরি করে। স্বাস্থ্য ও সুরক্ষার সঙ্গে আপস করে না। যদিও পণ্যে চিনি থাকার বিষয়টি কার্যত স্বীকার করেই তাদের দাবি, এর মাত্রা কমাতে নিরন্তর চেষ্টা করে। গত পাঁচ বছরে ভারতে বিক্রি করা বিভিন্ন শিশুখাদ্যে ৩০% পর্যন্ত চিনি কমানো হয়েছে।

যদিও বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হতেই মুখরক্ষার চেষ্টায় আসরে নামে মোদি সরকার। ইতিমধ্যে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরুর ইঙ্গিত দিয়েছে মোদি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক FSSAI, এ বার তাদের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা নিয়ন্ত্রক CCPA। শুক্রবার ক্রেতা সুরক্ষা মন্ত্রক বলেছে, সেরেল্যাকের উপাদানগুলি FSSAI ভালো করে দেখবে। তার পরে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নেসলের বিরুদ্ধে এমন রিপোর্ট সামনে আসতেই অভিযোগের শুক্রবারও দেশের বাজারে পড়েছে নেসলে ইন্ডিয়ার শেয়ার দর।


ক্রেতা সুরক্ষা মন্ত্রকের সচিব এবং CCPA-র প্রধান নিধি খারে বলেন, ‘‘এফএসএসএআই-কে বিষয়টি খতিয়ে দেখতে বলে চিঠি পাঠিয়েছি। তাতে লেখা হয়েছে, সুইৎজারল্যান্ড ভিত্তিক তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী নেসলে ভারতে তাদের শিশুখাদ্য সেরেল্যাকে চিনি মেশায়। অথচ জার্মানি, ফ্রান্স, সুইৎজারল্যান্ড, ব্রিটেনের মতো দেশে তা করে না। খাবারে চিনির মাত্রা বেশি থাকা শিশুদের স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য ক্ষতিকারক। ফলে আশঙ্কা তৈরি হয়েছে।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...