কাশ্মীরে বাড়ছে জঙ্গি কার্যকলাপ (Terrorist activity in Kashmir)। লোকসভা নির্বাচনের (Loksabha Election) মাঝেই এবার রিয়াসিতে জঙ্গিদের আস্তানার খোঁজ পেল পুলিশ ও সেনা। অভিযান চালিয়ে সেখান থেকে বেশ কিছু বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভোট প্রক্রিয়া চলাকালীন এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।

সাত দফা নির্বাচনের প্রথম দফা হয়েছে ১৯ এপ্রিল। আগামী শুক্রবার অর্থাৎ ২৬ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন। এর মাঝে গোপন সূত্রে খবর পেয়ে রিয়াসি জেলার আরনাস মহকুমার ডালাস বার্নেলি এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনার যৌথবাহিনী। ওই এলাকায় সন্দেহভাজনের ঘোরাঘুরি নিয়ে আগে থেকেই খবর ছিল। পরে পুলিশের তরফে নিশ্চিত করে জানানো হয় যে সেখানে আসলে জঙ্গি কার্যকলাপ (Terrorist movement) শুরু হয়েছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, শনিবার ওই ডেরা থেকে কোনও জঙ্গিকে গ্রেফতার করা না গেলেও দু’টি ডিটোনেটর, ১২টি তাজা কার্তুজ, একটি অ্যাসল্ট রাইফেল, বিস্ফোরক, আইইডি ঠাসা একটি টেপ রেকর্ডার, একটি ক্যালকুলেটার, ব্যাটারি এবং তার উদ্ধার হয়েছে। ভোট চলাকালীন নাশকতমূলক কার্যকলাপের জন্যই এগুলিকে জড়ো করা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।
