Thursday, November 6, 2025

ইনসুলিনেও না! কেজরিওয়ালকে জেলেই খুনের ছক বিজেপির, দাবি স্ত্রী সুনিতার

Date:

Share post:

জেলের মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে খুনের ছক কষছে বিজেপি, রাঁচিতে বিরোধী জোটের মঞ্চে দাঁড়িয়ে মারাত্মক দাবি করলেন তাঁর স্ত্রী তথা আপ নেত্রী সুনিতা কেজরিওয়াল। সম্প্রতি জেলে অরবিন্দ কেজরিওয়ালের খাবারকে ইস্যু করেছে ইডি। সেই অভিযোগ নিয়েই জোট সঙ্গীদের মঞ্চে দাঁড়িয়ে মানুষের সামনে কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন সুনিতা।

রবিবার ঝাড়খণ্ডের রাঁচিতে বিজেপি বিরোধী জোট ‘উলগুলান ন্যায় মহাব়্যালি’ আয়োজন করেছিল। ঝাড়খণ্ডে আয়োজন হওয়ার দরুণ স্বাভাবিকভাবেই অন্যতম ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। তবে পিছিয়ে ছিলেন না আরেক নেত্রী সুনিতা কেজরিওয়ালও। বিজেপি সরকারের অভিসন্ধিমূলক আচরণে যে অবিচারের শিকার হেমন্ত সোরেন, সেভাবেই অবিচারের মুখে অরবিন্দ কেজরিওয়াল। তবে সম্প্রতি জেলে কেজরিওয়ালের আম খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। যদি তাঁরা একবারও এটা প্রকাশ্যে আনছে না যে কেজরিওয়ালের ইনসুলিন বন্ধ করে রেখেছে ইডি।

রবিবারের জোটের মঞ্চে সেই সত্যি তুলে ধরলেন কেজরি-পত্নী সুনিতা। তিনি দাবি করেন, “ওরা আমার স্বামী অরবিন্দ কেজরিওয়ালকে মেরে ফেলতে চায়। ওনাকে খেতে হচ্ছে ক্যামেরার নজরদারিতে, দেওয়া হচ্ছে না ইনসুলিন। আমার স্বামী একজন সুগারের রোগী যিনি ১২ বছর ধরে ইনসুলিন নিয়ে থাকেন; ওঁনার প্রতিদিন ৫০ এমএল ইনসুলিনের প্রয়োজন হয়।”

এর সঙ্গেই বিজেপির জমিদারি শাসনের খুব শীঘ্রই পতন হয়ে জেল ভাঙার বার্তাও তিনি দেন। কল্পনা সোরেনের পাশে দাঁড়িয়ে তিনি দাবি করেন, “আমরা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করব এবং জিতব। জেলের দরজা ভাঙবে এবং অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেন বাইরে আসবেন।”

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...