Friday, December 19, 2025

আর্জি ভিত্তিহীন! খারিজ কেজরিওয়ালের জামিনের আবেদন, বড় অঙ্কের জরিমানা দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

খারিজ হয়ে গেল দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) জামিন (Bail) চেয়ে জনস্বার্থের আবেদন। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিন চেয়ে একটি জনস্বার্থ আবেদন করা করা হয়েছিল দিল্লি হাইকোর্টে। সেই আর্জিতে কেজরিওয়ালকে তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়া এবং যতক্ষণ না সমস্ত মামলার বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত জামিন মঞ্জুরের আবেদন করা হয়। তবে এদিন দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত প্রিতম সিং অরোরার ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে বলে খবর। পাশাপাশি আবেদনকারীকে ৭৫ হাজার টাকা জরিমানাও করে আদালত সাফ জানিয়েছে, এই আর্জি একবারেই ভিত্তিহীন। এর সপক্ষে কোনও কারণ নেই।

আদালত এদিন আরও জানিয়েছে, আম আদমি পার্টির নেতা বর্তমানে আদালতেরই নির্দেশেই জেল হেফাজতে আছেন। বেঞ্চ বলেছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়ার নামে এই আবেদনটি করেছেন আইন বিষয়ের চতুর্থ বর্ষের এক ছাত্র। তবে একজন উচ্চ সরকারি পদে থাকা ব্যক্তিকে এ ধরনের অসাধারণ অন্তর্বর্তী জামিন দেওয়া যায় না। তবে আবেদনকারী বলেছেন, তিহার জেলে অসংখ্য দাগি অপরাধী সাজা কাটছে। তাদের মধ্যে বোমা বিস্ফোরণ, ধর্ষণ-খুন, ডাকাতির মামলার অপরাধীরাও আছে। এ রকম পরিবেশে অরবিন্দ কেজরিওয়ালের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। সেকারণেই তাঁকে জামিন দেওয়া হোক।


অন্যদিকে, ইনসুলিন দেওয়া এবং ভিডিয়ো কলে প্রতিদিন চিকিৎসকের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হোক— এই আর্জি নিয়ে দিল্লির রাউজ় অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আজ, সোমবার সেই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...