রাজ্যের অনুমোদিত উপাচার্যকেই বেছে নিলেন রাজ্যপাল। যাদবপুরের নতুন উপাচার্য পদে এলেন অধ্যাপক ভাস্কর গুপ্ত। ফলে প্রায় চারমাস পরে রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পেল। রাজ্য অন্য পাঁচ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত উপাচার্যের নামেও অনুমোদন দেবেন রাজ্যপাল, এমনই প্রত্যাশা করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্যপালের অনিহার কারণে নিয়োগ হচ্ছিল না রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজ্যের অনুমোদন করা উপাচার্যের তালিকায় সাক্ষর না করে তাঁদের রাজভবনে ডেকে অপমান করেছেন বলেও অভিযোগ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের পদে ভাস্কর গুপ্তর নিয়োগপত্রে রাজ্যপাল সম্মতি দেওয়ার পরে শিক্ষামন্ত্রী তাঁকে অভিনন্দন জানান। তিনি লেখেন, “অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করলেন আচার্য। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে তাঁর নাম মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বীকৃতিতে রাজ্যের উচ্চশিক্ষা দফতর অনুমোদন করেছিল। আশা রাখি, রাজ্যের সরকারের সুপারিশ অনুসারে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যও নিয়োগ করবেন আচার্য। শুভ চেতনার প্রকাশ ঘটছে – এই জন্য সম্মানীয় আচার্যকে আমার অভিনন্দন। অধ্যাপক ভাস্কর গুপ্তকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ হওয়ার জন্য আমার অভিনন্দন। শুভ চেতনার প্রকাশ হোক।”
