Friday, December 19, 2025

কসবায় নেত্রীর ওপর হামলার অভিযোগ, আনন্দপুর থানা চত্বরে গাজোয়ারি বিজেপির

Date:

Share post:

হাতে কোনো ইস্যু নেই! আর সেকারণেই গাজোয়ারি করে একের পর এক ভাঁওতাবাজির রাজনীতি শুরু বিজেপির। এবার কসবায় (Kasba) বিজেপির (BJP) মহিলা মণ্ডল সভাপতির উপর হামলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত পরিস্থিতি তৈরি করে বিজেপির কর্মী সমর্থকরা। তবে ঘটনায় অভিযোগ পেয়েই তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযুক্তদের মধ্যে এক জনের নাম গৌর হরি গায়েন। অপরজনের নাম আসরাফ মোল্লা ওরফে ভুতো। দু’জনের বিরুদ্ধেই বিজেপির এই নেত্রীর উপর হামলার অভিযোগ করা হয়েছিল এফআইআরে। পুলিশ সূত্রে খবর, দু’জনকেই সোমবার আদালতে তোলা হবে। গভীর রাতে ভোটের প্রচারের কাজে গিয়ে দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী সরস্বতী সরকারের উপর আক্রমণের ঘটনায় নয়া রাজনীতি শুরু জাতীয় মহিলা কমিশনের(NCW) । কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ইতিমধ্য়েই কসবার ঘটনা নিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজিকে। ঘটনায় জড়িতদের দ্রুত পাকড়াও করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন রেখা শর্মা।

এদিকে বিজেপির মণ্ডল সভাপতির সঙ্গে রবিবার দেখা করেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি সোজা পৌঁছে যান আনন্দপুর থানায়। এরপরই থানা চত্বরে গাজোয়ারি শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা। আনন্দপুর থানার সামনে নতুন করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন। যদিও কসবার এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিজেপির স্থানীয় স্তরে কোনও সমস্যা হতে পারে।সুশান্ত ঘোষের মতে আমরা যত দূর জানি ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১১টার পর। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এত রাতে ভোটের প্রচারের কাজ করা যায় না। তা-ও আমি বলব, যা হয়েছে অন্যায় হয়েছে। কিন্তু এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও যোগাযোগ নেই। এই ঘটনায় যে বা যারা যুক্ত, আমরা তাদের শাস্তির দাবি করছি। কসবায় বিজেপি নেত্রী আক্রান্ত হওয়ার অভিযোগে রবিবার দিনভর উত্তেজনার পর, সন্ধেয় ফের তপ্ত হয় পরিস্থিতি।

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...