Friday, November 7, 2025

“ঘৃণাই পরম সত্য” ! শেক্সপিয়রের কালজয়ী ক্লাসিক নিয়ে ‘অথৈ’ বার্তা বড়পর্দায়

Date:

Share post:

এই পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে না বরং ঘৃণা করে- অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya ) কন্ঠস্বরে এই সংলাপ দিয়েই শুরু হয় ‘ অথৈ ‘ (Athhoi Teaser) সিনেমার ঝলক। মানুষের মনের দ্বিধা দ্বন্দ্বকে প্রকট করে রঙ্গমঞ্চে বারবার ফিরে এসেছে ‘দ্য ট্র্যাজেডি অফ ওথেলো’। তবে এবার বাংলা থিয়েটারের তরুণ তুর্কি অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay) শেক্সপিয়রের কালজয়ী ক্লাসিক ‘ওথেলো’কে নিয়ে এলেন বড় পর্দায়, নাম দিলেন ‘অথৈ’ (Athhoi)। টিজার প্রকাশ্যে আসতেই প্রেম, বন্ধুত্ব আর বিশ্বাসঘাতকতার অসাধারণ চিত্রনাট্য চমকে দিল দর্শকদের।

বড় পর্দায় ফিরছে অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকার জুটি (Anirban Bhattacharya And Sohini Sarkar)। কিন্তু দুজনে কি নায়ক নায়িকা হিসেবে কাজ করছেন? ‘অথৈ’ টিজার যাঁরা দেখেছেন, তাঁরা কিছুটা আন্দাজ পেয়ে গেছেন। এ ছবিতে সোহিনী (Sohini Sarkar) আসলে ডেসডিমোনা, পরিচালক এই সিনেম চরিত্রের নাম রেখেছেন দিয়া।

ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য বিশ্বাসঘাতক ইয়াগো ওরফে গোগো রূপে ধরা দিয়েছেন। বলাই বাহুল্য শুরু থেকে শেষ পর্যন্ত টিজার জুড়ে তাঁরই দাপাদাপি। অভিনেতা অনির্বাণের ফ্যানেরা মুখিয়ে থাকবেন এই ছবির জন্য।

‘ওথেলো’র গল্প অবলম্বনে তৈরি অথৈ চরিত্রে অর্ণ (Arna Mukhopadhyay) নিজেই রয়েছেন। ৪০০ বছর আগে স্পেনের প্রেক্ষাপটে রচিত ‘ওথেলো’ (Othelo) , এসভিএফ ও জিও স্টুডিওজের প্রযোজনায় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দর্শকের চোখে ধরা দেবে বলে জানিয়েছেন পরিচালক। দ্রুতগতিতে এগিয়ে চলা পৃথিবীর আধুনিকতার ছোঁয়ার মাঝেও মানুষের মনের গহীন অংশকে স্পর্শ করার লক্ষ্য নিয়ে আগামী ১৪ জুন মুক্তি পাচ্ছে এই ছবি।

 

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...