Thursday, December 25, 2025

“ঘৃণাই পরম সত্য” ! শেক্সপিয়রের কালজয়ী ক্লাসিক নিয়ে ‘অথৈ’ বার্তা বড়পর্দায়

Date:

Share post:

এই পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে না বরং ঘৃণা করে- অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya ) কন্ঠস্বরে এই সংলাপ দিয়েই শুরু হয় ‘ অথৈ ‘ (Athhoi Teaser) সিনেমার ঝলক। মানুষের মনের দ্বিধা দ্বন্দ্বকে প্রকট করে রঙ্গমঞ্চে বারবার ফিরে এসেছে ‘দ্য ট্র্যাজেডি অফ ওথেলো’। তবে এবার বাংলা থিয়েটারের তরুণ তুর্কি অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay) শেক্সপিয়রের কালজয়ী ক্লাসিক ‘ওথেলো’কে নিয়ে এলেন বড় পর্দায়, নাম দিলেন ‘অথৈ’ (Athhoi)। টিজার প্রকাশ্যে আসতেই প্রেম, বন্ধুত্ব আর বিশ্বাসঘাতকতার অসাধারণ চিত্রনাট্য চমকে দিল দর্শকদের।

বড় পর্দায় ফিরছে অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকার জুটি (Anirban Bhattacharya And Sohini Sarkar)। কিন্তু দুজনে কি নায়ক নায়িকা হিসেবে কাজ করছেন? ‘অথৈ’ টিজার যাঁরা দেখেছেন, তাঁরা কিছুটা আন্দাজ পেয়ে গেছেন। এ ছবিতে সোহিনী (Sohini Sarkar) আসলে ডেসডিমোনা, পরিচালক এই সিনেম চরিত্রের নাম রেখেছেন দিয়া।

ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য বিশ্বাসঘাতক ইয়াগো ওরফে গোগো রূপে ধরা দিয়েছেন। বলাই বাহুল্য শুরু থেকে শেষ পর্যন্ত টিজার জুড়ে তাঁরই দাপাদাপি। অভিনেতা অনির্বাণের ফ্যানেরা মুখিয়ে থাকবেন এই ছবির জন্য।

‘ওথেলো’র গল্প অবলম্বনে তৈরি অথৈ চরিত্রে অর্ণ (Arna Mukhopadhyay) নিজেই রয়েছেন। ৪০০ বছর আগে স্পেনের প্রেক্ষাপটে রচিত ‘ওথেলো’ (Othelo) , এসভিএফ ও জিও স্টুডিওজের প্রযোজনায় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দর্শকের চোখে ধরা দেবে বলে জানিয়েছেন পরিচালক। দ্রুতগতিতে এগিয়ে চলা পৃথিবীর আধুনিকতার ছোঁয়ার মাঝেও মানুষের মনের গহীন অংশকে স্পর্শ করার লক্ষ্য নিয়ে আগামী ১৪ জুন মুক্তি পাচ্ছে এই ছবি।

 

spot_img

Related articles

নিজের ঘরেই খুন ‘লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী ইমানি! কাঠগড়ায় প্রেমিক

বছরের শেষে খারাপ খবর হলিউডে। প্রয়াত ‘দ্য লায়ন কিং’ (The Lion King)-এর জনপ্রিয় অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ। ‘দ্য...

ওড়িশার খুন হওয়া শ্রমিকের দেহ ফেরাতে উদ্যোগী মমতা-অভিষেক, বাংলাভাষী হত্যার তীব্র নিন্দা তৃণমূলের

বিজেপি পোস্টারে লিখছে, "বাংলায় বাঁচতে বিজেপি BJP) চাই"! প্রধানমন্ত্রী বাংলা এসে ভাষণেও সে কথাই বলছেন! এর অর্থ কী?...

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...