Sunday, November 2, 2025

দেবাংশু-সৌমেন্দুদের মনোনয়নকে ঘিরে উত্তেজনা তমলুকে, স্লোগান-পাল্টা স্লোগান!

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের আসনগুলিতে মনোনয়নে কেন্দ্রে করে উত্তেজনা ছড়াল। তৃণমূল এবং বিজেপি সমর্থকদের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তেজনা তমলুকের জেলা শাসনের দফতরের সামনে।

বৃহস্পতিবার মন্দিরে পুজো দিয়ে বিশাল বর্ণাঢ্য জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে এসেছিলেন তমলুক এবং কাঁথি কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও উত্তম বারিক। ওই সময়েই কাঁথি কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীও মনোনয়ন জমা দিতে এসেছিলেন। সৌমেন্দুর সঙ্গে ছিলেন তাঁর বাবা শিশির অধিকারী ও দুই দাদা শুভেন্দু এবং দিব্যেন্দু।

তৃণমূল এবং বিজেপি— যুযুধান দুই পক্ষের সমর্থকেরা সামনাসামনি হতেই বিজেপির কর্মীরা তৃণমূলকে উদ্দেশ্য করে স্লোগান দিতে শুরু করেন। পাল্টা স্লোগান দেন তৃণমূল কর্মীরাও। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে থাকা পুলিশ বাহিনী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তৃণমূলের দুই প্রার্থী। অন্যদিকে, বিজেপির সৌমেন্দুও মনোনয়ন জমা দেওয়ার জন্য কাঁথি থেকে তমলুকে এসেছিলেন। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই জেলা শাসকের দফতরের সামনে রাস্তা অস্থায়ী ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল পুলিশ। শুধুমাত্র প্রার্থী ও তাঁর সঙ্গে থাকা প্রস্তাবক এবং দেহরক্ষীদেরই ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে সৌমেন্দুকে অভিনন্দন জানাতে আগে থেকেই ব্যারিকেডের সামনে হাজির ছিলেন বিজেপির কয়েক জন নেতা কর্মী। অন্য দিকে, তৃণমূলের প্রার্থীরা এলে তাঁদের নিয়ে মিছিল করে এগিয়ে আসেন শাসকদলের কর্মীরা। সেই সময়ই উত্তেজনা ছড়িয়ে পড়ে। একে অপর পক্ষকে দেখে স্লোগান দেওয়া শুরু হয়।

আরও পড়ুন- দেবাংশু-সৌমেন্দুদের মনোনয়নকে ঘিরে উত্তেজনা তমলুকে, স্লোগান-পাল্টা স্লোগান!

spot_img

Related articles

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে...

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...