Monday, November 10, 2025

“সিপিএমের ঝান্ডার থেকে বিরিয়ানির হাঁড়ির লাল কাপড় বেশি”! সৃজনকে কটাক্ষ সায়নীর

Date:

Share post:

রাজ্যে সপ্তম তথা শেষ দফায় ভোট যাদবপুর কেন্দ্রে। বাংলার রাজনৈতিক ইতিহাসে যাদবপুর চিরকাল তারকা কেন্দ্রে। অনেক লড়াই, উত্থান-পতনের সাক্ষী এই যাদবপুর। এবারও আলাদভাবে নজর কেড়েছে একসময় “লাল দুর্গ” বলে পরিচিত যাদবপুর। লড়াইয়ে বিজেপির তাত্ত্বিক নেতা থাকলেও নজরে একদিকে, সৃজন ভট্টাচার্য অন্যদিকে সায়নী ঘোষ। অর্থাৎ, বাম-তৃণমূলের দুই তরুণ প্রজন্মের লড়াইয়ে এবার ঐতিহ্যের যাদবপুর জমজমাট।

যাদবপুর আবার লালে লাল হবেই আত্মবিশ্বাসী প্রাক্তন ছাত্রনেতা সিপিএম প্রার্থী। অন্যদিকে, তৃণমূল প্রার্থী যুবনেত্রী সায়নী ঘোষের কটাক্ষ, লাল ঝাণ্ডার থেকে বিরিয়ানির হাঁড়িতে জড়ানো লাল কাপড়ের সংখ্যা বেশি। বৈশাখী গরমে বাম-তৃণমূল প্রার্থীর কটাক্ষ, পাল্টা কটাক্ষে বাড়ছে যাদবপুরের রাজনৈতিক পারদও।

সম্প্রতি প্রচারে বেরিয়ে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, “যাদবপুরের মানুষকে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে লাল ঝান্ডাই একমাত্র পথ। সেই কারণে আমরা একত্রিত হয়ে তৃণমূলকে হারাতে চাইছি।” সৃজন জানান, তৃণমূল যদি ভালো কাজ করেই থাকে, তাহলে পঞ্চায়েতে ভোট লুঠ করতে হয় কেন? তবে, সৃজনেই আশা এবার ভালো ভোট হবে। মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন।

অন্যদিকে, সৃজনের এই বক্তব্যকে চরম কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তিনি বলেন, “সিপিএম ৩৫ বছরে যা করেছে তাতে লাল ঝান্ডার থেকে বিরিয়ানির হাঁড়িতে লাল শালুর সংখ্যা বেশি।”

আরও পড়ুন- ‘চাকরিখেকো’ বিজেপি এবার লড়বে শিক্ষকদের জন্য! ভোট রাজনীতি মোদির

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...