Saturday, May 3, 2025

নেপালের ‘একতরফা’ পদক্ষেপে ক্ষুব্ধ! বিতর্কিত নোট নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী

Date:

Share post:

একতরফাভাবে নেপাল এই পরিবর্তন করলেও তা বাস্তবকে কোনওভাবেই বদলাতে পারবে না। নেপালের (Nepal )নতুন ১০০ টাকার নোট (Notes) বিতর্কে অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সম্প্রতি ভুবনেশ্বরে (Bhuwaneshwar) একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী। সেখানেই তাঁর কথায় উঠে আসে নোট বিতর্ক প্রসঙ্গ। জয়শঙ্কর সাফ বলেন, আমি রিপোর্টটা দেখেছি। এখনও খুঁটিয়ে দেখা হয়নি। কিন্তু আমি মনে করি আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। নেপালের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে। আর তার মাঝেই ওরা একতরফা ভাবে কিছু পদক্ষেপ করছে। কিন্তু এমনটা করলে পরিস্থিতি কিছুতেই বদলাবে না।

নেপালের নতুন ১০০ টাকার নোট নিয়ে বিতর্ক তুঙ্গে। নতুন নোটে সেদেশের যে মানচিত্র দেখা যাচ্ছে, সেখানে রয়েছে ভারতের তিনটি এলাকা। যা ঘিরেই বিতর্ক তীব্রতর হয়েছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিদেশমন্ত্রী। ভারতীয় ভূখণ্ড লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে নেপালের অন্তর্গত দেখানো হয়েছে নতুন ১০০ টাকার নোটে। এদিকে শুক্রবারই নেপালের মন্ত্রীসভার বৈঠকে এই নোটে সবুজ সংকেত দেওয়া হয়েছে। নেপাল সরকারের মুখপাত্র রেখা শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ডর সভাপতিত্বে ক্যাবিনেটের ওই বৈঠকে নেপালের নোটে ওই নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

তবে নেপালের নয়া নোটে ছাপানো ওই তিন এলাকা ভারতীয় ভূখণ্ডেরই অংশ বলে দাবি নয়াদিল্লির। কিন্তু নেপালও দীর্ঘদিন ধরে দাবি করেছে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি তাদেরই অংশ। ২০২০ সালের ১৮ জুন নেপাল সরকার যে মানচিত্র প্রকাশ করেছিল সেখানে ওই তিন এলাকাকে সেদেশেরই অংশ বলে দেখানো হয়। সেই বিতর্কই উসকে দিচ্ছে নতুন নোট।

spot_img

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...