Thursday, August 28, 2025

নেপালের ‘একতরফা’ পদক্ষেপে ক্ষুব্ধ! বিতর্কিত নোট নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী

Date:

Share post:

একতরফাভাবে নেপাল এই পরিবর্তন করলেও তা বাস্তবকে কোনওভাবেই বদলাতে পারবে না। নেপালের (Nepal )নতুন ১০০ টাকার নোট (Notes) বিতর্কে অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সম্প্রতি ভুবনেশ্বরে (Bhuwaneshwar) একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী। সেখানেই তাঁর কথায় উঠে আসে নোট বিতর্ক প্রসঙ্গ। জয়শঙ্কর সাফ বলেন, আমি রিপোর্টটা দেখেছি। এখনও খুঁটিয়ে দেখা হয়নি। কিন্তু আমি মনে করি আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। নেপালের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে। আর তার মাঝেই ওরা একতরফা ভাবে কিছু পদক্ষেপ করছে। কিন্তু এমনটা করলে পরিস্থিতি কিছুতেই বদলাবে না।

নেপালের নতুন ১০০ টাকার নোট নিয়ে বিতর্ক তুঙ্গে। নতুন নোটে সেদেশের যে মানচিত্র দেখা যাচ্ছে, সেখানে রয়েছে ভারতের তিনটি এলাকা। যা ঘিরেই বিতর্ক তীব্রতর হয়েছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিদেশমন্ত্রী। ভারতীয় ভূখণ্ড লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে নেপালের অন্তর্গত দেখানো হয়েছে নতুন ১০০ টাকার নোটে। এদিকে শুক্রবারই নেপালের মন্ত্রীসভার বৈঠকে এই নোটে সবুজ সংকেত দেওয়া হয়েছে। নেপাল সরকারের মুখপাত্র রেখা শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ডর সভাপতিত্বে ক্যাবিনেটের ওই বৈঠকে নেপালের নোটে ওই নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

তবে নেপালের নয়া নোটে ছাপানো ওই তিন এলাকা ভারতীয় ভূখণ্ডেরই অংশ বলে দাবি নয়াদিল্লির। কিন্তু নেপালও দীর্ঘদিন ধরে দাবি করেছে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি তাদেরই অংশ। ২০২০ সালের ১৮ জুন নেপাল সরকার যে মানচিত্র প্রকাশ করেছিল সেখানে ওই তিন এলাকাকে সেদেশেরই অংশ বলে দেখানো হয়। সেই বিতর্কই উসকে দিচ্ছে নতুন নোট।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...