Saturday, January 10, 2026

পাশের হারে জয়জয়কার মেয়েদের! ICSE-ISC পরীক্ষার ফলপ্রকাশ হতেই এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সোমবার নির্ধারিত সময়ে প্রকাশিত হল আইসিএসই (ICSE)-আইএসসি (ISC) পরীক্ষার ফলাফল। চলতি বছর দুই ক্ষেত্রেই পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। সার্বিকভাবে গত বছরের তুলনায় পাশের হারও বেড়েছে বলে জানিয়েছে বোর্ড। অন্যদিকে পশ্চিমবঙ্গেরও পাশের হারও আগের থেকে অনেকটাই বেড়েছে। চলতি বছর আইসিএসই দশম শ্রেণিতে বাংলায় পাশের হার ৯৯.২২ শতাংশ। দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৯৭.৮০ শতাংশ। সোমবার ফলাফল প্রকাশ হতেই এক্স হ্যান্ডেলে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আইসিএসসি ও আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল পড়ুয়াদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামীদিনে কৃতীদের সাফল্য কামনা করে যারা চলতি বছর অকৃতকার্য হয়েছে তাদের মন খারাপ না করার পরামর্শ দেন। মমতা বলেন, আগামী বছর নিশ্চয় ভালো ফল হবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।

তবে এদিন ফলাফল প্রকাশ হতেই দেখা যায় সিআইএসসিই’র বোর্ড পরীক্ষায় ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। দশম শ্রেণিতে ছেলেদের পাশের হার ৯৯.৩১ শতাংশ সেখানে মেয়েদের ৯৯.৬৫ শতাংশ। একইভাবে দ্বাদশেও ছাত্রী পাশের হার বেশি। ছেলেরা দ্বাদশ শ্রেণিতে ৯৭.৫৩ শতাংশ পাশ করেছে এবং মেয়েদের পাশের হার সেখানে ৯৮.৯২ শতাংশ ৷ সোমবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। www.cisce.org এবং results.cisce.org থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে। আজই ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এরপর পরীক্ষার্থীরা ১০ মে পর্যন্ত রিভিউ করার আবেদন করতে পারবেন।

বোর্ড জানিয়েছে, নম্বর পুনর্বিবেচনার জন্য পরীক্ষার্থীরা সর্বোচ্চ যে কোনও দুটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। চলতি বছর জুলাই মাসে নেওয়া হবে ওই পরীক্ষা। এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য http://cisce.org ওয়েবসাইটে দ্রুত আপলোড করা হবে বলে জানিয়েছে বোর্ড।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...