Saturday, November 8, 2025

কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাজ্যের চার লোকসভা কেন্দ্রে শুরু ভোটগ্রহণ

Date:

Share post:

দিল্লির মসনদ দখলের লড়াইয়ে সাত দফা লোকসভা নির্বাচনের আজ তৃতীয় দফা (Third Phase of Loksabha Election 2024)। মঙ্গলের সকালে ভোট শুরু মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে (Maldah North, Maldah South, Jangipur & Murshidabad)।ভগবানগোলাতেও শুরু হলে উপনির্বাচন (By election in Bhagabangola)।

মালদহ উত্তরে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৫৮ হাজার ১১৬। পুরুষ ভোটার রয়েছেন ৯ লক্ষ ৪৪ হাজার ৩৩৩ জন। মহিলা ভোটার রয়েছেন ৯ লক্ষ ১৩ হাজার ৭২৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার হলেন ৫৫ জন। পুরাতন মালদহ, হবিবপুর, বামনগোলা, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর এবং রতুয়া— এই সাত বিধানসভা কেন্দ্র জুড়ে আজ ভোট গ্রহণ। তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee), বিজেপি প্রার্থী খগেন মুর্মু (Khagen Murmu) এবং কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীর মধ্যে আজ লড়াই। তবে ১৫ জন প্রার্থী রয়েছেন নির্বাচনে। এই কেন্দ্রে মোট ১৪৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট ভোটকেন্দ্র ১৮১২টি। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ৩৩টি।

এবার মালদহ দক্ষিণের দিকে চোখ রাখা যাক। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। এই কেন্দ্রেও ১৪৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। মোট বুথের সংখ্যা ১৭৫৯। মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৭৯ হাজার ৮২৬ । পুরুষ ভোটার রয়েছেন ৮ লক্ষ ৯৮ হাজার ৪৪৩। মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৮১ হাজার ৩৪৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৮ জন।

এদিন মুর্শিদাবাদে দুই কেন্দ্রেও ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। জঙ্গিপুর লোকসভায় মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৮৬ হাজার ৯০৬। পুরুষ ভোট ৯ লক্ষ ১৫ হাজার ৫২০। মহিলা ভোটার ৮ লক্ষ ৮৬ হাজার ১৬৯। এই কেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫ জন। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এখানে ১৮৫১টি বুথ রয়েছে যার মধ্যে স্পর্শকাতর হিসেবে ৫০৯টি বুথ চিহ্নিত করা হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী এই কেন্দ্রে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান (Khalilur Rahman), বিজেপির টিকিটে লড়াই করছেন ধনঞ্জয় ঘোষ বাম-কংগ্রেস জোট প্রার্থী মোর্তাজা হোসেন বকুল।

মুর্শিদাবাদ কেন্দ্রের দিকেও আজ নজর রয়েছে। এই কেন্দ্রে আইএসএফ আলাদা করে প্রার্থী দেওয়ায় বামেদের হয়ে লড়াই করছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম(Md Salim)। বিজেপি প্রার্থী মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের তরফে বিদায়ী সাংসদ আবু তাহের খানকেই (Abu Taher Khan) টিকিট দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৯৩৮টি । এই লোকসভায় চারটি অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।মোট ভোটার ১৮ লক্ষ ৮৬ হাজার ৯০৬। পুরুষ ভোটার ৯ লক্ষ ৬১ হাজার ৫৫৬। মহিলা ভোটার ৯ লক্ষ ২৫ হাজার ৩২২। তৃতীয় লিঙ্গের ভোটার ২৮ জন। ১৯৩৮টি বুথের মধ্যে স্পর্শকাতর ৪৪১। এখানে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করেছেন নির্বাচন কমিশন (Election Commission of India)।

 

spot_img

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...