মর্নিংওয়াকে বেরিয়ে “গো ব্যাক” শুনে মেজাজ হারালেন দিলীপ

অন্যান্য দিনের মতো আজ, মঙ্গলবারও মর্নিংওয়াকে বেরিয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নিয়ম করে এদিনও তিনি ছোটখাটো বিক্ষোভের মুখে পড়েন। তাঁকে দেখে স্থানীয় কিছু মানুষ “গো ব্যাক”, “জয় বাংলা” স্লোগান দিতে থাকেন। যা শুনে অস্বস্তির মধ্যে পড়ে যান দিলীপ ঘোষ। তবে দমে যাওয়ার বান্দা নন দিলীপ ঘোষও। পাল্টা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, “আরে পাগলা, কুত্তা ভোকে হাজার হাতি চলে বাজার”।

রোজকার মতো মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ জনসংযোগ করতে যান বর্ধমান স্টেশন চত্ত্বরে। তারপর ফ্লাইওভারের নীচে চা চক্রে মিলিত হয়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ “গো ব্যাক” স্লোগান নিয়ে বলেন, পেটে লাথি পড়েছে তাই এসব বলছে। দু’চার জন আছে, এখন ঘেউ ঘেউ করছে। ৪ তারিখ পর্যন্ত এসব চলবে। কারণ, ওরা জানে দিলীপ ঘোষ থাকলে এসব চলবে না। তোলাবাজি চলবে না।