Tuesday, January 13, 2026

হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি, লোকসভা ভোটের মধ্যেই পাঁপড়ি খসল পদ্মের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের মধ্যে উত্তর ভারতে ধাক্কা খেল বিজেপি। কৃষকদের স্বার্থরক্ষার ইস্যুতে এবার হরিয়ানা হাতছাড়া হল গেরুয়া শিবিরের। হরিয়ানা বিধানসভার তিন নির্দল বিধায়ক মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে সমর্থন তুলে নেওয়ায় হরিয়ানা বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা হারালো বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহরা ‘ইস বার চারশো পার’-এর আওয়াজ তুলছেন। সেটা যে একেবারেই ফাঁকা বুলি তা বারবার দাবি করেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোড়া ফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের স্পষ্ট বার্তা ২০০ পেরোবে না বিজেপি। তাঁদের সেই ভবিষ্যদ্বাণী যে সত্যি হতে চলেছে এদিনের হরিয়ানা বিধানসভার পরিস্থিতি থেকেই তা স্পষ্ট।

মঙ্গলবার গোটা দেশে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট চলাকালীন দুঃসংবাদ বিজেপির জন্য। হরিয়ানা বিধানসভার তিন নির্দল বিধায়ক – সোমবীর সাঙ্গোয়ান, রণধীর সিং গোল্লেন ও ধরমপাল গোন্দের বিজেপি সরকারের পক্ষ থেকে সমর্থন তুলে নিলেন। বিজেপির নীতির প্রতি বিক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত বলে জানান তাঁরা। একাধিক ইস্যুতে মতোবিরোধ হওয়ার সঙ্গে কৃষক ইস্যুতেও বিরোধের কারণে সমর্থন তুলে নেওয়ার দাবি জানান তাঁরা।

হরিয়ানার ৯০ আসনের বিধানসভায় বিজেপি বিধায়ক ৪০ জন। কংগ্রেসের পক্ষ থেকে তিন নির্দল বিধায়ক সমর্থন তুলে নেওয়ায় রাষ্ট্রপতি শাসনের দাবি করা হয়। এর আগে জেজেপি বিধায়করা নওয়াব সিং সাইনি সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছিলেন। এবার তিন বিধায়ক সমর্থন তুলে নেওয়ায় সংখ্যা গরিষ্ঠতা হারালো সাইনি সরকার।

spot_img

Related articles

বিজেপি বিধায়কের মুখে অশ্লীল ভাষা: শাস্তির বদলে সাফাই দিল রাজ্য নেতৃত্ব!

বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে...

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...